সোমবার, ২০ জুন, ২০২২, ০৪:৫২:১৭

কড়া নাড়লে হবে না, দরজা ভেঙে ঢুকতে হবে: রাহুল দ্রাবিড়

কড়া নাড়লে হবে না, দরজা ভেঙে ঢুকতে হবে: রাহুল দ্রাবিড়

স্পোর্টস ডেস্ক: ভারতীয় ক্রিকেটে নতুন মন্ত্র আনলেন কোচ রাহুল দ্রাবিড়। সেই মন্ত্রে দলের সামনে দ্রাবিড়ের দৃষ্টান্ত দীনেশ কার্তিক(ডিকে)। কোচের মন্ত্র, এখন আর জাতীয় দলে ঢোকার জন্য শুধু দরজায় কড়া নাড়লে চলবে না, একেবারে দরজা ভেঙে ঢুকতে হবে।

বেঙ্গালুরুতে সিরিজ ড্র হওয়ার পরে সাংবাদিক বৈঠকে দ্রাবিড় বলেন, ‘‘আমি দলের সবাইকে বলেছি, দরজায় কড়া নাড়লে হবে না। দরজা ভেঙে ঢুকতে হবে। কার্তিক সেটাই করেছে। রাজকোটে ওর অর্ধশতরান তার প্রমাণ। নিজের যোগ্যতায় দলে জায়গা করে নিয়েছে কার্তিক।’’

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল খেলেছেন দীনেশ কার্তিক। টি-২০ ক্রিকেটে অভিষেকের ১৬ বছর পরে এই সিরিজেই প্রথম অর্ধশতরান করেছেন। ভারতীয় দলে ফিনিশারের ভূমিকায় দেখা দিচ্ছেন ডিকে। কার্তিকে মুগ্ধ দলের কোচ রাহুল দ্রাবিড়ও।

ভারতীয় দলের কোচ বলেন, ‘‘কার্তিকের এক বিশেষ দক্ষতার জন্য ওকে নেওয়া হয়েছে। গত দুই-তিন বছর ধরে ধারাবাহিক ভাবে এই কাজটা ডিকে করে চলেছে। সেটা হল ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়া। ডিকে যে নিজের যোগ্যতার প্রমাণ দিচ্ছে, সেটা দেখে ভাল লাগছে।’’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে