সোমবার, ২০ জুন, ২০২২, ১০:০৮:১৪

১৭ ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে যারা এগিয়ে

১৭ ম্যাচে আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে যারা এগিয়ে

স্পোর্টস ডেস্ক: দরজায় কড়া নাড়ছে বিশ্বকাপ। আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। তারপরই শুরু হয়ে যাবে বিশ্ব ফুটবলের সবচেয়ে আকর্ষণীয় মহাযজ্ঞ। অন্যতম ফেভারিট হিসেবেই কাতার বিশ্বকাপে মাঠে নামবে বিশ্বের এক নম্বর দল ব্রাজিল। সম্প্রতি দেশটির বিশ্বকাপজয়ী লেফটব্যাক রবার্তো কার্লোস বলেছিলেন, ব্রাজিলের বিশ্বকাপ জেতার এখনই সময়। কয়েকদিনের ব্যবধানে তার সঙ্গে সুর মিলিয়ে ব্রাজিল কোচ তিতেও বললেন, এখনই বিশ্বকাপ জেতার শ্রেষ্ঠ সময়।

ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের সঙ্গে বিশদ সাক্ষাৎকারে আগামী বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সহ নানা বিষয়ে আলোকপাত করেছেন তিতে। ব্রাজিল সবশেষ বিশ্বকাপ শিরোপা ঘরে তুলেছিল এশিয়াতেই, ২০০২ সালে। 

কুড়ি বছর পর ফের এশিয়ায় বসছে বিশ্বকাপের আসর। ব্রাজিলের বিশ্বকাপ জেতার এখনই সময় বলে মনে করেন তিতে, ‘আমি আশাবাদী। আমরা বিশ্বকাপে পৌঁছে গেছি, এখনই সময় ফাইনালে ওঠার, শিরোপা জেতার। এটাই মূল কথা। গতবার ভিন্ন পরিস্থিতিতে বিশ্বকাপে সময় দলের দায়িত্ব পেয়েছিলাম। এবার চার বছর ধরে দল নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি। প্রত্যাশা অনেক বেশি, তবে আমাদের চোখ নিজেদের কাজের দিকে।‘

গত বছর আর্জেন্টিনার কাছে কোপা আমেরিকার ফাইনালে হেরে যাওয়ার পর সমালোচনার মুখে পড়েছিলেন। তবে তিতে সেসব সমালোচনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলতে দ্বিধা করলেন না, ‘আমাদের বুঝতে সময় লাগবে। 

আমরা ভালো ফল এনে দিতে পেরেছি, মানুষ কি চায়? আমরা বাছাইপর্বে রেকর্ড পয়েন্ট নিয়ে বিশ্বকাপে এসেছি। (২০১৮ বিশ্বকাপ বাছাইয়ে) ১২ ম্যাচ অপরাজিত ছিলাম। এবার (২০২২ বিশ্বকাপ) ১৭ ম্যাচ অপরাজিত। সবমিলিয়ে ২৯ ম্যাচ।’

‘দক্ষিণ আমেরিকার বাছাইপর্ব অনেক কঠিন। আমরা ১৭ ম্যাচে আর্জেন্টিনার চেয়ে ১৩ গোল বেশি করেছি। আমার ব়্যাঙ্কিংয়ের শীর্ষে ফিরেছি। ২০১৯ সালে কোপা আমেরিকা জিতেছি।’

ব্রাজিলের দায়িত্ব নেওয়ার পর নিজের সাফল্যের ফিরিস্তি দিয়েই ক্ষান্ত হননি, ব্রাজিলকে সবাই ঈর্ষা করে বলেও মত তিতের, ‘আমি একটা ঘটনা বলি। মিরান্দাকে (ব্রাজিলিয়ান ডিফেন্ডার) এক ইতালিয়ান কোচ কটাক্ষ করে বলেছিল, বেলজিয়ামের কাছে হেরে বাদ পড়তে কেমন লেগেছে? (২০১৮ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলে হেরেছিল বেলজিয়াম)। 

মিরান্দা আমাকে এই কথা জানিয়েছিল, আমি তাকে বলেছিলাম যে, ওই ইতলিয়ান কোচের এই অনুভূতি সম্পর্কে কোনো ধারণা নেই, কারণ সে কখনো ব্রাজিলের মতো দেশের কোচিং করায়নি, এমনকি তার নিজের দেশের কোচও হতে পারেনি। 

এটাই ঈর্ষা। অনেকেই ব্রাজিলকে নিয়ে ঈর্ষান্বিত।’ আসন্ন কাতার বিশ্বকাপে গ্রুপ জি’তে রয়েছে ব্রাজিল। গ্রুপে প্রতিপক্ষ হিসেবে সুইজারল্যান্ড, ক্যামেরুন এবং সার্বিয়াকে পাচ্ছে সেলেসাওরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে