মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ০৫:২৭:৩৩

ভারত যা চায়, ক্রিকেট বিশ্বে তাই হয়: আফ্রিদি

ভারত যা চায়, ক্রিকেট বিশ্বে তাই হয়: আফ্রিদি

স্পোর্টস ডেস্ক: ক্রিকেট বিশ্বে ভারতের প্রভাব অস্বীকার করার উপায় নেই। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি অলরাউন্ডার শহীদ আফ্রিদিও মেনে নিচ্ছেন ক্রিকেটে এখন ভারতের প্রভাবই সবচেয়ে বেশি। তাই ভারত যা চায়, ক্রিকেট বিশ্বে তাই হয়।

আফ্রিদি মূলত এমনটা বলছেন রেকর্ড দামে ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের সম্প্রচার স্বত্ব বিক্রি ও আইপিএলের জন্য আইসিসির কাছ থেকে বিশেষ ফাঁকা সূচি পাওয়ার প্রেক্ষাপটে। ২০২৪ সাল থেকে ইন্ডিয়ান ক্রিকেট লিগের (আইপিএল) প্রতিটি মৌসুম হবে আড়াই মাস ধরে। 

এ জন্য আইসিসি থেকে স্লটও নির্দিষ্ট করে দেওয়া হবে ভারতীয় ক্রিকেট বোর্ডকে। এ খবরের প্রতিক্রিয়ায় পাকিস্তানের এই সাবেক ক্রিকেটার বলেন, 'এখন সবকিছু বাজার ও অর্থনীতিতে চলে এসেছে। ভারতের ক্রিকেট বাজার সবচেয়ে বড়। তাই তারা যা বলবে, সেটিই হবে।'

সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আইপিএলের সম্প্রচার স্বত্বের নিলাম অনুষ্ঠান। তাতে অতীতের সব রেকর্ড ভেঙে ২৩ হাজার ৫৭৫ কোটি রুপিতে টেলিভিশনের সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে। অন্যদিকে ডিজিটাল মিডিয়ায় সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ২০ হাজার ৫০০ কোটি রুপিতে। 

তাতে সবমিলিয়ে সম্প্রচার স্বত্ব বিক্রি হয়েছে ৪৩ হাজার ৫০ কোটি রূপিতে। বাংলাদেশি মুদ্রায় যা ৫১ হাজার ৭৯৯ কোটি ৫৯ লাখ টাকার বেশি। মিডিয়া স্বত্ব বিক্রির পর আইপিএলের এখন ম্যাচপ্রতি আয় হবে ১০৫ কোটি ৫০ লাখ রূপি। আইপিএলের ১৫ বছরের ইতিহাসে এটি সর্বোচ্চ আয় বিসিসিআইয়ের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে