মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ০৬:০৪:২৭

সাকিবদের হোয়াইটওয়াশ করে বাড়ি পাঠাতে চান ক্যারিবীয় কোচ

সাকিবদের হোয়াইটওয়াশ করে বাড়ি পাঠাতে চান ক্যারিবীয় কোচ

স্পোর্টস ডেস্ক: একের পর এক হারে বিপর্যস্ত বাংলাদেশ। অন্যদিকে আত্মবিশ্বাস তুঙ্গে ওয়েস্ট ইন্ডিস। দুই টেস্ট সিরিজে এখনও বাকি একটি ম্যাচ। সেইন্ট লুসিয়ায় আগামী ২৪ জুন থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি। এই টেস্টেও জয় চান ক্যারিবীয় কোচ ফিল সিমন্স।

ক্যারিবীয় কোচ চলতি বছরে আর হারতে চান না বলেও প্রত্যাশা করেছেন। এমনটা বলার কারণও রয়েছে সিমন্সের। কেননা, গত চার ম্যাচে হারেনি ওয়েস্ট ইন্ডিজ। আগেও হারতে চান না। সাকিবদের হোয়াইটওয়াশ করে বাড়ি পাঠাতে চান ক্যারিবীয় কোচ।

সিমন্স বলছিলেন, ‘গত বছরও একইভাবে শুরু করেছিলাম। আমরা বাংলাদেশে দুটি, শ্রীলঙ্কায় দুটি টেস্ট ড্র করেছিলাম। আমি চাই চলতি বছর পাঁচ টেস্টের সবগুলোতে অপরাজিত থাকতে। ছেলেরা যা করছে সত্যিই দারুণ। অনেক আত্মবিশ্বাস পাচ্ছে। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের পর থেকে এই আত্মবিশ্বাসটা চলে এসেছে ছেলেদের।’

দলের বদলে যাওয়ার পেছনে অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েটের দারুণ ভূমিকা দেখছেন ফিল সিমন্স। বাংলাদেশের বিপক্ষে অ্যান্টিগা টেস্টেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ব্যাট হাতে। সিমন্সের প্রত্যাশা, দারুণ নেতা হয়ে উঠবেন ব্র্যাথওয়েট।

‘ও (ব্র্যাথওয়েটের) দারুণ দৃঢ়তা দেখিয়ে চলেছে, যা সবারই চোখে পড়েছে। তার দুর্দান্ত নেতৃত্ব, পাঁচ দিন ধরে নিজেকে এবং দলকে চালিয়ে নেওয়ার মানসিকতা সত্যিই অসাধারণ। সে কাউকে কিছু না বললেও বাকিরা বুঝে নেয়, সে কি চায়।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে