মঙ্গলবার, ২১ জুন, ২০২২, ০৮:৩৬:০৩

টিম ইন্ডিয়ার নেতৃত্বে হার্দিক, তবে আছে আরেকটি মজার ব্যাপার!

টিম ইন্ডিয়ার নেতৃত্বে হার্দিক, তবে আছে আরেকটি মজার ব্যাপার!

স্পোর্টস ডেস্ক : চলতি মাসেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুই ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারতীয় ক্রিকেট দল। এই সিরিজে হার্দিক পান্ডিয়াকে টিম ইন্ডিয়ার অধিনায়ক করে পাঠানো হচ্ছে। 

হার্দিক প্রথমবার ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন। তবে মজার ব্যাপার এটাই যে ঠিক একই সময়ে টিম ইন্ডিয়ার আরও একটা দল ইংল্যান্ড সফরে টেস্ট ম্যাচের জন্য প্রস্তুতি গ্রহণ করবে।

ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দল তিনটে করে টি-২০ এবং একদিনের ম্যাচ খেলবে। আর সেটা নিয়েই একটা গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। 

টাইমস অফ ইন্ডিয়ার একটি রিপোর্ট অনুসারে ইংল্যান্ডের বিরুদ্ধে যে দলটা টি-২০ সিরিজ খেলবে, তাদেরকেই আয়ারল্যান্ডে পাঠানো হতে পারে। এই পরিস্থিতিতে মনে করা হচ্ছে, হার্দিক পান্ডিয়াই ইংল্যান্ড সফরে ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিতে পারেন।

একটি সূত্র থেকে জানা গিয়েছে, "আগামী ১-৫ জুলাই ভারত এবং ইংল্যান্ডের মধ্যে পঞ্চম টি-২০ ম্যাচটা আয়োজন করা হবে। এরপর মাত্র ২ দিনের মধ্যেই অর্থাৎ ৭ জুলাই থেকে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলতে নামবে টিম ইন্ডিয়া। 

প্রথম ম্যাচটা সাউদাম্পটনে আয়োজন করা হবে। এই পরিস্থিতিতে যে ক্রিকেটাররা টেস্ট ক্রিকেট সবে শেষ করলেন, তাঁদের টি-২০ ফরম্যাটে খেলতে নামতে কিছুটা হলেও কষ্টকর হতে পারে। কারণ এত কম সময়ের মধ্যে টি-২০ ফরম্যাটে সুইচ করাটাও বেশ কঠিন হবে।"

ওই সূত্র থেকে আরও জানা গিয়েছে, "এই পরিস্থিতিতে আয়ারল্যান্ডের ওই ছোটো একটা সিরিজের পরেই ভারতীয় ক্রিকেটারদের ইংল্যান্ড যাওয়ার আদেশ দেওয়া হতে পারে। 

কারণ তারা টি-২০ মোডেই থাকবে। এই দলটা স্থানীয় দলের বিরুদ্ধে দুটো টি-২০ ম্যাচ খেলবে। অন্যদিকে ভারতের মুখ্য দল সেই সময় স্বাগতিক দলের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলতে ব্যস্ত থাকবে।"

আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ দল: হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিষান (উইকেটকিপার), ঋতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, ভেঙ্কটেশ আইয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যুজবেন্দ্র সিং চাহাল, অক্সর প্যাটেল, রবি বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আভেশ খান, আর্শদীপ সিং এবং উমরান মালিক।

অন্যদিকে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচটি রবিচন্দ্রন অশ্বিন খেলতে পারবেন কি না, তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। কারণ ইতিমধ্যেই তিনি কোভিডে আক্রান্ত হয়েছেন।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে