বুধবার, ২২ জুন, ২০২২, ০৪:৫৫:০৩

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক

স্পোর্টস ডেস্ক: মৃ'ত্যুর সঙ্গে পা'ঞ্জা লড়ছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার জহির আব্বাস। তাকে এশিয়া ক্রিকেটের 'ডন ব্যাডম্যান' নামে ডাকা হয়।চার দিন আগে জানা যায় সাবেক পাক অধিনায়কের শরীরে বাসা বেঁধেছে মা'রণ ভা'ইরাস। 

এরপরই ক'রো'না আ'ক্রা'ন্ত জাহিরকে ভর্তি করা হয় ইংল্যান্ডের প্যাডিংটনের সেন্ট মেরিস হাসপাতালে। শুরুতে তাকে অক্সিজেন সার্পোটে রাখা হলেও মঙ্গলবার রাত্রের দিকে অবস্থার অবনতি হয় জাহিরের। এই মুহূর্তে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাকিস্তানের সাবেক কিংবদন্তি অধিনায়ক।

পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজের খবর অনুযায়ী, তাকে এই মুহূর্তে রাখা হয়েছে আইসিইউ'তে। এও জানা গিয়েছে, দুবাই থেকে লন্ডনে যাওয়ার পথে এক করোনা আক্রান্তের সংস্পর্শে আসায় তার শরীরে ভাই’রাস প্রবেশ করে। লন্ডনে পৌঁছে শরীরী অস্বস্তি অনুভব করেন পাক অধিনায়ক। 

কিডনিতে অনুভব করেন প্রবল য'ন্ত্র'ণা, তার নিউমোনিয়াও ধ'রা পড়েছে, করা হয়েছে ডায়ালিসিসও। আপাতত ৭৪ বছর বয়সী এই কিংবদন্তির সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হচ্ছে না এমনটাই খবর হাসপাতাল সূত্রে। এশিয়া ক্রিকেটের 'ডন ব্যাডম্যান' বলে ডাকেন অনেক অনুরাগী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে