বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ০৫:০১:০৬

কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি বাড়ায় উদ্যোক্তাদের চিন্তা বাড়ছে

কাতার বিশ্বকাপের টিকিট বিক্রি বাড়ায় উদ্যোক্তাদের চিন্তা বাড়ছে

স্পোর্টস ডেস্ক: আসন্ন কাতার বিশ্বকাপ নিয়ে আগ্রহ তুঙ্গে। ইতিমধ্যেই ১২ লক্ষ টিকিট বিক্রি হয়ে গিয়েছে। বাকি রয়েছে আর আট লক্ষ টিকিট। কাতার অর্থনৈতিক ফোরামের পক্ষ থেকে জানানো হয়েছে টিকিট বিক্রির সংখ্যা। ফুটবল বিশ্বকাপের টিকিট বিক্রি বাড়াতে উদ্যোক্তাদের চিন্তা বাড়ছে। 

কারণ, বিশাল সংখ্যক মানুষের থাকার ব্যবস্থা করা কতটা সম্ভব হবে, সেটাই এখন চিন্তার বিষয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছিল টিকিটের চাহিদা আকাশছোঁয়া। অনলাইনে এখনও পর্যন্ত দুইভাগে টিকিট বিক্রি করা হয়েছে। মোট ২০ লক্ষ টিকিট বিক্রি করা হবে। 

আরও ১০ লক্ষ টিকিট থাকবে ফিফার বিভিন্ন কর্তা এবং স্পনসরদের জন্য। দোহাতে জনসংখ্যা ২৪ লক্ষ। বিশ্বকাপের সময় বিশাল সংখ্যক মানুষ সেখানে উপস্থিত হবেন খেলা দেখার জন্য। এত মানুষের জায়গা হওয়া নিয়ে চিন্তা রয়েছে। আটটি স্টেডিয়ামে ৩২টি দেশ খেলবে। শহরের আশেপাশেই রয়েছে সেই সব স্টেডিয়াম

কাতারের পক্ষ থেকে জানানো হয়েছে এক লক্ষ ৩০ হাজার ঘর ফাঁকা রাখা হবে বিভিন্ন হোটেলে। থাকবে এক হাজারটি তাঁবু। ঘর ভাড়াও পাওয়া যাবে সেই সময়। জায়গা কম থাকার কারণে শুধু মাত্র বিশ্বকাপের টিকিট থাকলে তবেই সেই সময় কাতারে প্রবেশ করা যাবে। 

পাশের দেশ থেকে কাতারে মানুষ খেলা দেখতে আসতে পারে। সেই কারণে ১৬০টি বিমান তৈরি রাখা হবে। দোহার দুটি বিমানবন্দরকে তৈরি রাখা হবে সেই কারণে। এতো মানুষ কাতারে এলেও তাদের সে দেশের সংস্কৃতি মানার জন্য বলেছেন আয়োজক হাসান আল-থাওয়াড়ি।

আল-থাওয়াড়ি বলেন, “সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা। যে দেশ থেকে মানুষ আসছেন, সেই দেশের সংস্কৃতিকে সম্মান জানাচ্ছি। আমাদের দেশের সংস্কৃতিকেও সম্মান করার অনুরোধ করছি।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে