বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২, ১০:৩৫:১০

আইপিএল নিয়ে এবার যে অভিযোগ আনলেন ক্রিকেটার রশিদ

আইপিএল নিয়ে এবার যে অভিযোগ আনলেন ক্রিকেটার রশিদ

স্পোর্টস ডেস্ক: আর্থিক দিক দিয়ে ক্রিকেটবিশ্বের সবচেয়ে শক্তিশালী বোর্ড হলো ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসির ৭০ শতাংশ রাজস্ব নাকি ভারত থেকেই আসে। 

তাদের আছে বিশ্বের সবচেয়ে জমজমাট ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। কিছুদিন আগেই আইপিএলের প্রশংসা করেছিলেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি।

এবার আরেক সাবেক পাকিস্তানি ক্রিকেটার রশিদ লতিফ আনলেন অভিযোগ! তিনি বললেন, আইপিএলের কারণে ক্রিকেটের ক্ষতি হচ্ছে। সম্প্রতি বিপুল অঙ্কে আইপিএলের সম্প্রচারস্বত্ব বিক্রি হয়েছে। 

তার পর থেকেই এই টুর্নামেন্ট আবারও আলোচনায়। একটি ইউটিউব চ্যানেলে পাকিস্তানের সাবেক উইকেটকিপার-ব্যাটার রশিদ লতিফ বলেছেন, ‘আইপিএল পুরোটাই ব্যবসা। 

ক্রিকেটের সঙ্গে কোনো সম্পর্কই নেই। এটা মোটেই ভালো কিছু হচ্ছে না। টাকা ছড়াতে চাইলে সেই টাকা নেওয়ার অনেক লোক আছে। ক্রিকেটের গুণমান কোথায় নামছে সে কথা কেউ ভাবছে না। সবাই ব্যবসার চিন্তা করছে। ‘

আইপিএলের জন্য বাংলাদেশসহ অনেক দেশেই জাতীয় দলের দায়িত্ব পালন করেন না ক্রিকেটাররা। এবার আবার আইপিএলের জন্য আড়াই মাসের উইন্ডোও দিয়েছে আইসিসি। 

লতিফ আরো বলেছেন, ‘কোনো ভারতীয়কে জিজ্ঞাসা করে দেখুন, তারা কতক্ষণ আইপিএল দেখে? পরিষ্কার বোঝা যাচ্ছে এটা ব্যবসা। ক্রিকেটের উন্নতি, বাজারমূল্য যা-ই বলুন না কেন, দিন শেষে আইপিএল ব্যবসা ছাড়া কিছুই না। আমি দেখতে চাই এটা কত দিন টিকে থাকে!’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে