শুক্রবার, ২৪ জুন, ২০২২, ০৪:০৩:৪০

অবশেষে ৫ বছর পর ম্যাক্সওয়েলের ভাগ্য খুলল

অবশেষে ৫ বছর পর ম্যাক্সওয়েলের ভাগ্য খুলল

স্পোর্টস ডেস্ক: অবশেষে সাদা পোশাকে লাল বলের ক্রিকেট খেলার জন্য ডাক পেলেন এই অলরাউন্ডার। ট্রাভিস হেডের ইনজুরির কারণে ১৭৫০ দিন পর (প্রায় ৫ বছর) আবারও টেস্ট দলে ডাক পেলেন তিনি।

সর্বশেষ ২০১৭ সালের সেপ্টেম্বরে শেষ টেস্ট ম্যাচ খেলেছিলেন ম্যাক্সওয়েল, বাংলাদেশের বিপক্ষে, চট্টগ্রাম টেস্টে। ওই ম্যাচে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন তিনি। এরপর আর টেস্ট খেলতে নামা হয়নি তার। অবশেষে ৫ বছর পর ম্যাক্সওয়েলের ভাগ্য খুলল।

শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টেস্ট সিরিজের জন্য দলে জায়গা পেয়েছেন ম্যাক্সওয়েল। শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলের চোটের তালিকা বড় হয়ে যাওয়ার কারণেই এই সুযোগ পেলেন তিনি। শ্রীলঙ্কা সফরে আসা অস্ট্রেলিয়া দল প্রতিনিয়তই চোটের শিকার হচ্ছে। 

স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, মিচেল মার্শ, ট্রাভিস হেড, শন অ্যাবট এবং অ্যাশটন অ্যাগারের মতো খেলোয়াড়সহ দলের অর্ধডজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় চোট সমস্যায় ভুগছেন। সর্বশেষ ট্রাভিস হেডের হ্যামস্ট্রিং ইনজুরিই মূলত ম্যাক্সওয়েলকে টেস্ট দলে অন্তর্ভূক্ত করে দিলো।

গ্লেন ম্যাক্সওয়েল, যাকে সাদা বলের ক্রিকেটের বিশেষজ্ঞ বলা হয়, তিনি অস্ট্রেলিয়া দলের হয়ে মাত্র ৭টি টেস্ট ম্যাচ খেলেছেন। যদিও ম্যাক্সওয়েলের লাল বলে অভিষেক হয়েছিল ২০১৩ সালে। শ্রীলঙ্কা সফরে অস্ট্রেলিয়া দলের সাদা পোশাকে দেখা যাবে তাকে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে