শনিবার, ২৫ জুন, ২০২২, ১১:১৩:৪০

যেকারণে মেসি সবার থেকে আলাদা!

যেকারণে মেসি সবার থেকে আলাদা!

স্পোর্টস ডেস্ক: শুক্রবার ৩৫ বছরে পূর্ণ করলেন ফুটবলের যুবরাজ Lionel Messi। দেশের হয়ে দুটো ট্রফি জিতেছেন। তবে দুধের স্বাদ যেমন ঘোলে মেটে না, তেমনই FIFA World Cup-এর সঙ্গে কোনও কিছুর তুলনা চলে না। কাতার বিশ্বকাপ জয়ের জন্য নামবেন এল এম টেন। এবার তাঁর হাতেই উঠবে কাপ, আশায় অনুরাগীরা।

২০১১ সালে মেসি প্রথমবার Argentina-র অধিনায়ক হিসেবে কলকাতায় খেলতে এসেছিলেন। Venezuela-র বিরুদ্ধে সেই ম্যাচে মেসির জাদু প্রত্যক্ষ করতে Vivekananda Yuba Bharati Krirangan-এর গ্যালারিতে দর্শক উপচে পড়েছিল। 

মাঠে বসে সেই ম্যাচ উপভোগ করেন প্রাক্তন ভারতীয় ফুটবলার দীপেন্দু বিশ্বাস। তিনি সেই অভিজ্ঞতার বিষয়ে এইসময় ডিজিটালকে জানালেন, “যখন আর্জেন্টিনা দল আসে কলকাতায়, তখন মেসির সঙ্গে লিফটে আমার দেখা হয়। 

Lionel Messi, Ángel Di María, Sergio Agüero ছিল। লিফটে মেসির সঙ্গে হাত মেলাই। সেই স্মৃতি কোনওদিন ভুলব না। যত বড় ফুটবলার, তত বড় মানুষ। মেসির খেলা যুবভারতীতে দেখার মজাই আলাদা। আমি রাশিয়া বিশ্বকাপ এবং ব্রাজিল বিশ্বকাপেও মাঠে বসে মেসির খেলা দেখেছি। কিন্তু, যুবভারতীতে বসে মেসির খেলা দেখার অনুভূতি কোনও কিছুর সঙ্গে তুলনা করা যাবে না।”

মেসি কেন সবার চেয়ে আলাদা? দীপেন্দু জানালেন, “মেসির যা চেহারা, তাতে ও যদি ভারতবর্ষে খেলত, তাহলে সবাই বলত যে ওর ফুটবল হবে না। সেখান থেকে Barcelona-য় সাফল্যের সঙ্গে খেলে আর্জেন্টিনাকে Copa América জেতাল। আশা করছি ও কাতারে ভালো ফল করবে। মেসির শেষ বিশ্বকাপে চাইব ও ট্রফি পাক। 

আর এখন আর্জেন্টিনার ব্যালান্সড টিম। ট্রফি ওঠা কঠিন হলেও, আর্জেন্টিনার কিন্তু সম্ভাবনা আছে বিশ্বকাপ জেতার। পরপর দুটো ট্রফি জেতায় মেসিদের আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছে। 

কাতারে শীতকালে বিশ্বকাপ হওয়ায় আর্জেন্টিনার ফুটবলারদের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে সমস্যা হবে না। তাছাড়া পেশাদার ফুটবলারদের সবকিছুর সঙ্গে মানিয়ে নিতে হয়। তাই আশা করি মেসিরাও কাতারের পরিবেশের সঙ্গে মানিয়ে নিয়ে ভালো খেলবে এবং ট্রফি জিতবে।”

এরপরে দীপেন্দু ভারতীয় ফুটবল প্রসঙ্গে বললেন, “এখন সব দেশের ফুটবলই এক। ভারতে আইএসএল-এ যাঁরা কোচিং করাতে আসছেন, তাঁরা পৃথিবীর কোথাও না কোথাও কোচিং করিয়েছেন। তবে কোয়ালিটি আলাদা। আশা করি আইএসএল-এর মাধ্যমে ভারতীয় ফুটবলের উন্নতি হবে।”-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে