শনিবার, ২৫ জুন, ২০২২, ০৩:০৫:৫৮

'ওদের কি খেলার ইচ্ছাই নেই?' রোহিত-কোহলিকে নিয়ে বিরক্ত কপিল দেব

'ওদের কি খেলার ইচ্ছাই নেই?' রোহিত-কোহলিকে নিয়ে বিরক্ত কপিল দেব

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা এবং বিরাট কোহলি। শচীন-সৌরভ-ধোনি পরবর্তী সময়ে ভারতীয় তথা বিশ্ব ক্রিকেটের দুটি বড় নাম কিন্তু বর্তমানে তাদের ফর্ম অত্যন্ত হতাশাজনক। ব্যাট হাতে কিছুতেই ছন্দে ফিরতে পারছেন না তারা। 

যা দেখে শুধু হতাশই নন, এবার বিরক্তও হচ্ছেন কপিল দেব। বারবার তাদের পরামর্শ দিয়েও লাভ হচ্ছে না। প্রতিবারই আশাহত হতে হচ্ছে। তাই রোহিত-কোহলিকে নিয়ে বিরক্ত কপিল দেব সরাসরি প্রশ্ন তুলে দিলেন, ‘ওদের কি খেলার ইচ্ছাই নেই?’

সব মিলিয়ে ক্ষুব্ধ কপিল দেব। তিনি বলেন, “রোহিত যে অসামান্য খেলোয়াড়, এ নিয়ে কোনও সন্দেহ নেই। কিন্তু কেউ যদি ১৪টি ম্যাচ খেলে একটিও অর্ধশতরান করতে না পারে, তাহলে তো প্রশ্ন উঠবেই। তা তিনি গ্যারি সোবার্স কিংবা ডন ব্র্যাডম্যান হোন, বিরাট কোহলি, শচীন টেণ্ডুলকার, সুনীল গাভাস্কার বা ভিভ রিচার্ডস- সকলের ক্ষেত্রেই ব্যাপারটা একই।” 

ভারতের বিশ্বকাপজয়ী এই অধিনায়ক বলেন, “শুধু রোহিতই বলতে পারবে, ওর কী হয়েছে। সে প্রচুর ক্রিকেট খেলে ফেলেছে? নাকি খেলার ইচ্ছা হারিয়ে ফেলেছে?” কপিল দেব আরও মনে করেন দক্ষিণ আফ্রিকা সিরিজেও রোহিতের খেলা উচিত ছিল। এর আগে কোহলির বিরুদ্ধেও তোপ দাগেন কপিল। 

স্পষ্ট করে কপিল বলেন, “যদি কেউ প্রত্যাশামতো পারফর্ম করতে না পারে, তাহলে প্রাক্তন হিসাবে আমরা কথা বলবই। হ্যাঁ আমি হয়তো বিরাটের সমান ক্রিকেট খেলিনি কিন্তু অনেক সময় কম ক্রিকেট খেলেও সমস্যাগুলো বোঝা যায়। যদি কেউ ভাবে আমরা বড় ক্রিকেটারদের সমালোচনা করতে পারব না, তাহলে তাদের নিজেদের ভাবনাচিন্তা বদলাতে হবে। আমাদের নয়।” 

কপিলের সাফ কথা, “তুমি যদি রান না করো, আমরা বুঝতে পারি কিছু একটা ভুল করছ। আমরা শুধু একটা জিনিসই দেখি, সেটা হল পারফরম্যান্স। তুমি যদি পারফর্ম করতে না পারো, ভেবো না সবাই চুপ করে থাকবে।” একইসঙ্গে তার মত, বিরাট-রোহিতদের প্রতিটি ম্যাচ উপভোগ করে খেলা উচিত

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে