শনিবার, ২৫ জুন, ২০২২, ০৪:৫৪:২৯

টেস্টে ছক্কা মারার রেকর্ডে ১ম, ২য় ও ৩য় যিনি

 টেস্টে ছক্কা মারার রেকর্ডে ১ম, ২য় ও ৩য় যিনি

স্পোর্টস ডেস্ক: লিডসে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে সুবিধা করতে পারেননি ইংলিশ অধিনায়ক বেন স্টোকস। তবে শুক্রবার তিনি গড়ে ফেললেন দারুণ এক কীর্তি। ক্রিকেটবিশ্বের তৃতীয় ব্যাটার হিসাবে টেস্টে ১০০টি ছক্কার মালিক হলেন স্টোকস।

১৫১তম ইনিংসে এই কৃতিত্ব অর্জন করলেন স্টোকস। টিম সাউদির বলে ছয় মেরে তিনি এই মাইলফলকে পৌঁছেন। টেস্টে সবচেয়ে বেশি ছক্কা মারার রেকর্ড যার, সেই ব্রেন্ডন ম্যাকালাম ঘটনাচক্রে স্টোকসদের কোচ। টেস্টে ম্যাককালাম মেরেছেন ১০৭টি ছক্কা। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি উইকেটরক্ষক-ব্যাটার অ্যাডাম গিলক্রিস্ট। মাত্র ৯৬ টেস্টে ১০০ ছক্কা মেরেছিলেন গিলি।

‘ইউনিভার্স বস’ খ্যাত ক্রিস গেইলের টেস্টে ছক্কা রয়েছে ৯৮টি। তালিকার পঞ্চম স্থানে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জাক কালিস (৯৬)। আশ্চর্যজনক হলেও সত্য যে, টেস্টে ৭৬টি ছক্কা রয়েছে নিউজিল্যান্ডের পেসার টিম সাউদির।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে