শনিবার, ২৫ জুন, ২০২২, ০৫:৩৭:০০

সেই পাকিস্তানী আম্পায়ার এখন জুতা বিক্রি করে দিন চালাচ্ছে

সেই পাকিস্তানী আম্পায়ার এখন জুতা বিক্রি করে দিন চালাচ্ছে

স্পোর্টস ডেস্ক: গত কয়েক দশকে পাকিস্তান থেকে যেমন বেশ কয়েকজন বিশ্বমানের ফাস্ট বোলার এসেছেন, তেমনই পাওয়া গিয়েছে একাধিক বিশ্বমানের আম্পায়ারকেও। যাদের মধ্যে কয়েকজন অবসর নিয়েছেন আবার কেউ কেউ এখনও চুটিয়ে আম্পায়ারিং করে যাচ্ছেন।

তাদের মধ্যেই একজন আসাদ রউফ। আইসিসির এলিট আম্পায়ার প্যানেলের সাবেক সদস্য। ১৩ বছরের দাপটের সঙ্গে আম্পায়ারিং করেছেন তিনি। তবে আম্পায়ারিংয়ের পাশাপাশি একাধিক বিতর্কেও জড়িয়েছেন। যৌ'ন হে'ন'স্থা হোক বা জুয়াড়িদের থেকে টাকা নেওয়া, সবর্দায় থেকেছে আসাদ রউফের নাম। সেই পাকিস্তানী আম্পায়ার এখন জুতা বিক্রি করে দিন চালাচ্ছে।

পাকিস্তানের এইআম্পায়ার বর্তমানে লাহোরের বিখ্যাত লান্ডা বাজারে একটি দোকান চালাচ্ছেন। এই দোকানে জুতো ও জামাকাপড় বিক্রি করছেন। অবাক লাগলেও এটাই সত্যি। ২০০০ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত আন্তর্জাতিক স্তরে আম্পায়ারিং করেছেন আসাদ রউফ। 

৪৯টি টেস্ট, ৯৮টি ওডিআই এবং ২৩টি টি-২০ ম্যাচে আম্পায়ারিং করেছেন তিনি। তবে বর্তমানে ক্রিকেট থেকে অনেক দূরে তিনি। ৬৬ বছর বয়সি রউফ ক্রিকেট থেকে এখন আগ্রহ হারিয়ে ফেলেছেন। তার বদলে দোকান চালিয়েই তিনি আনন্দে রয়েছেন বলে দাবি করেছেন। সম্প্রতি তাঁর সাক্ষাৎকার নেয় পাকিস্তানের একটি চ্যানেল। 

যেখানে তিনি বলেন, “আমি অনেক ম্যাচে আম্পায়ারিং করেছি। এখন সেদিকে আর তাকানোর কিছু নেই। আমি ২০১৩ সালের পর থেকে ক্রিকেটের সঙ্গে কোনও যোগাযোগ রাখিনি। কারণ, আমি যে কাজ ছেড়ে দিই সেটাকে ছেড়েই দিই।”

২০১৬ সালে ভারত নির্বাসিত করে আসাদ রউফকে। তার বিরুদ্ধে ২০১৩ সালে আইপিএলে ম্যাচ গড়াপেটার সঙ্গে জড়়িত থাকার প্রমাণ পাওয়া যায়। তদন্তে জানা যায়, তিনি বুকিদের থেকে দামী উপহার নিয়েছেন। তারপর বিসিসিআই-এর পক্ষ থেকে তাকে নির্বাসিত করা হয়। 

এ প্রসঙ্গে রউফ বলেছেন, “আমি আমার সেরা সময় কাটিয়েছি আইপিএলে। এই ঘটনাটি পরে সামনে আসে। আমার এর সঙ্গে কোনও সম্পর্ক ছিল না। বিসিসিআইI আমার বিরুদ্ধে অভিযোগ করেছিল, তারপর ওরাই আমাকে নির্বাসিত করে দেয়।”

এর আগে ২০১২ সালে তিনি শিরোনামে এসেছিলেন মুম্বাইয়ের এক মডেলকে হেনস্থা করার অভিযোগে। সেই মডেল দাবি করেছিলেন যে আসাদ রউফের সঙ্গে তিনি সম্পর্কে ছিলেন। বিয়ের প্রতিশ্রুতি দিয়েছিলেন রউফ। পরে সেই প্রতিশ্রুতি থেকে সরে আসেন। সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে