শনিবার, ২৫ জুন, ২০২২, ১১:৩৮:৩২

এবার নিজের লক্ষ্যের কথা জানালেন এমবাপে

এবার নিজের লক্ষ্যের কথা জানালেন এমবাপে

স্পোর্টস ডেস্ক: রেকর্ড ১৪ বার ইউরোপসেরার মুকুট পড়েছে রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ জয়ের দিক দিয়ে তাদের ধারেকাছে নেই কেউ। এই শিরোপাটিকে তাই তাদের ‘সম্পত্তি’ বললে মনে হয় না খুব বেশি আপত্তি তোলার সুযোগ আছে। রিয়ালের সেই ‘সম্পত্তি’ এবার নিজের করে নিতে উন্মুখ রিয়ালের ‘শত্রু’ কিলিয়ান এমবাপে।

শেষ মুহূর্তে মত বদলে রিয়ালকে এক প্রকার ‘ধোঁকা’ দিয়ে পিএসজিতে থেকে গেছেন এমবাপে। এবার পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জয়কে নিজের লক্ষ্য বানিয়েছেন ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী তারকা।

সম্প্রতি বিএফএম টিভির সঙ্গে আলাপচারিতায় তার ক্যারিয়ারের লক্ষ্য সম্পর্কে প্রশ্ন করা হলে এমবাপে বলেন, ‘পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা এবং ক্লাবের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়া আমার লক্ষ্য। এছাড়া আরও কিছু লক্ষ্য আছে।’

‘পিএসজির সর্বোচ্চ গোলদাতা হতে পারলে সেটা আসলেই দারুণ হবে। আমি যেভাবে এগিয়ে যাচ্ছি, তাতে এই মাইলফলক অর্জন করাটা খুব বেশি কঠিন হওয়ার কথা নয়।’

আগামী মৌসুমে পিএসজি শুধু শিরোপা জিতেই ক্ষান্ত হতে চায় না, বরং প্রতিপক্ষদের মনে ভরিয়ে দিতে চায়। এই আগ্রহের কথা জানিয়ে এমবাপে বলেন, ‘গত মৌসুমে আমরা ভয়ঙ্কর হয়ে উঠতে পারিনি, ধরাছোঁয়ার বাইরেও যেতে পারিনি। আমরা পুনরায় ফ্রান্সে নিজেদের সমীহ করার মতো শক্তি হিসেবে গড়ে তুলতে চাই।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে