রবিবার, ২৬ জুন, ২০২২, ১২:৪৪:৪৫

ওরাই দেখাচ্ছে আমাদের কি করা উচিত: ডোমিঙ্গো

ওরাই দেখাচ্ছে আমাদের কি করা উচিত: ডোমিঙ্গো

স্পোর্টস ডেস্ক: দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৭ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচের পরিস্থিতি বিচারে অনেক পিছিয়ে সফরকারীরা। বাংলাদেশ দলের হেড কোচ রাসেল ডোমিঙ্গো ব্যাটিং-বোলিং দুই বিভাগকেই তুললেন কাঠগড়ায়। 

সেন্ট লুসিয়া টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে দলীয় পারফরম্যান্স মূল্যায়নে ডোমিঙ্গো বলেন, ‘না, ভালো হয়নি। ব্যাটিং ও বোলিং নিয়ে কঠিন প্রশ্ন তোলার আছে। কারণ এটা ২৩০ এর উইকেট না। ওয়েস্ট ইন্ডিজ আমাদের দেখিয়ে দিচ্ছে কেনো ওরা এই সংস্করণে আমাদের থেকে ভালো দল।

বাংলাদেশ দলের হেড কোচ বলেন, ‘ওদের একজন একশ রানে অপরাজিত আছে। ওদের সামনে বড় রান করার সুযোগ আছে। কারণ ওরা জুটি গড়তে সক্ষম হয়েছে, লম্বা সময় ব্যাটিং করেছে। ওরাই দেখাচ্ছে আমাদের কি করা উচিত।’

ডোমিঙ্গোর এমন ক্ষোভের কারণ আছে বৈকি। অ্যান্টিগায় প্রথম ইনিংসে ১০৩ রানে গুটিয়ে গিয়ে ম্যাচ হারতে হয়। সেন্ট লুসিয়ায় ব্যাটসম্যানদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস থামে ২৩৪ রানে। যেখানে সেট হয়ে কেউই ইনিংস বড় করতে পারেননি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে