রবিবার, ২৬ জুন, ২০২২, ১১:৪৫:০৮

এবার দুই শক্তিশালী দেশের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

এবার দুই শক্তিশালী দেশের সঙ্গে বাংলাদেশের ত্রিদেশীয় সিরিজ

স্পোর্টস ডেস্ক: দেখতে দেখতে চলে এসেছে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ। অস্ট্রেলিয়ার মাটিতে আগামী অক্টোবর-নভেম্বরে এই আসর অনুষ্ঠিত হবে। তবে এর আগে আরেকটি বড় সুখবর টাইগারদের জন্য যা বিশ্বকাপে প্রস্তুতির জন্য বড় সহায়ক হবে। পাকিস্তান ও নিউজিল্যান্ডকে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ। বিষয়টি এরই মধ্যে সিরিজটি নিশ্চিত করেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

যদিও রমিজ বাংলাদেশের নাম নেননি, তবে পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম 'দ্য নিউজ' জানিয়েছে এই সিরিজের তৃতীয় দল বাংলাদেশই। পিসিবি চেয়ারম্যান মনে করেন এই সিরিজ দিয়ে পাকিস্তান নিজেদের স্কোয়াড সমন্বয় করতে পারবে এবং ক্রিকেটারদের পারফরম্যান্স যাচাই করতে পারবে।

এই বিষয়ে রমিজ বলেছেন, '১৫ সেপ্টেম্বর ইংল্যান্ডের সফরের সূচি চূড়ান্ত হওয়ার পর আমরা নিউজিল্যান্ডের মাটিতে একটি ত্রিদেশীয় সিরিজ নিশ্চিত করেছি। তিনি বলেন, আমি চাই আমাদের দল বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার পরিবেশে কিছু ম্যাচ খেলুক। ত্রিদেশীয় সিরিজ দিয়ে দলে সমন্বয় ও শীর্ষ খেলোয়াড়দের ফর্ম যাচাই করে নেয়ার দারুণ সুযোগ হবে।'

এদিকে ত্রিদেশীয় সিরিজ খেলতে আগামী ৪ অক্টোবর নিউজিল্যান্ডে যাওয়ার কথা রয়েছে পাকিস্তানের। টি-টোয়েন্টি ফরম্যাটে হওয়া এই সিরিজে প্রতিটি দল দুইবার করে একে অপরের মুখোমুখি হবে। দ্রুতই নিউজিল্যান্ড ক্রিকেট এই সিরিজের সূচি ঘোষণা করবে বলেও জানিয়েছে দ্য নিউজ।

এদিকে গত মাসেই এই ত্রিদেশীয় সিরিজ নিয়ে নিজেদের একটি পরিকল্পনার কথা জানিয়েছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। তবে সে সময়ও তৃতীয় দল হিসেবে পাকিস্তানের যোগ দেয়ার সম্ভাবনার কথা জানিয়েছিলেন তিনি।

এই ব্যাপারে বিসিবির এই কর্মকর্তা বলেছিলেন, 'যেটা আমরা করছি যে অ্যাডিলেডে একটা ক্যাম্প করব, আরেকটা ত্রিদেশি সিরিজ আমরা খেলব ইনশাল্লাহ নিউজিল্যান্ডে। ক্যাম্পের(অ্যাডিলেডে) পর আমাদের হয়তো সাত আটদিন অনুশীলন করে চলে যাব নিউজিল্যান্ডে। সম্ভবত ক্রাইস্টচার্চে একটা ত্রিদেশী সিরিজ হবে।' সিরিজের তৃতীয় দল নিয়ে জালাল ইউনুস বলেছিলেন,  'এখনো চূড়ান্ত হয়নি, তবে সম্ভবত পাকিস্তান (তৃতীয় দল)।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে