সোমবার, ২৭ জুন, ২০২২, ০৩:২৪:৫১

চেলসি যদি নেইমারের জন্য ঝাঁপায়, তাহলে লড়াই জমে যাবে

চেলসি যদি নেইমারের জন্য ঝাঁপায়, তাহলে লড়াই জমে যাবে

স্পোর্টস ডেস্ক : বিশ্বের সবচেয়ে দামি ফুটবলারও স্বস্তিতে নেই! Paris Saint-Germain Football Club ছেড়ে অন্য কোথাও যাওয়ার কথা ভাবছেন Neymar। কারণটা আর কিছুই নয়, PSG President Nasser Al Khelaifi সম্প্রতি নেইমারের তীব্র সমালোচনা করেছেন। তাতেই অপমানিত বোধ করছেন Brazil-এর তারকা। 

শোনা যাচ্ছে ক্লাবও তাঁকে ধরে রাখতে আগ্রহী নয়। তাঁর জন্য বিপুল অঙ্কের ট্রান্সফার ফি দাবি করবে না পিএসজি। সেই কারণে মনে করা হচ্ছে ভালো ক্লাব পেতে সমস্যা হবে না নেইমারের। তিনি সহজেই অন্য কোনও দলে যোগ দিতে পারবেন।

এদিকে, Manchester United ছেড়ে অন্য কোনও দলে যোগ দিতে পারেন Cristiano Ronaldo। তিনি Italy-র ক্লাব Juventus FC-তে ফিরে যেতে পারেন। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো সত্যিই দল ছাড়লে তাঁর পরিবর্তে নেইমারকে দলে নিতে আগ্রহী ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। 

এর আগে Romelu Lukaku-কে দলে নিতে চেয়েছিল ম্যান ইউ। কিন্তু এই তারকা স্ট্রাইকার Old Trafford-এ আসতে রাজি হননি। এবার গত মরশুমে দলের হয়ে সবচেয়ে বেশি গোল করা রোনাল্ডোও যদি দল ছাড়েন, তাহলে নেইমারকে নিতে পারে ম্যান ইউ।

এর আগে শোনা যাচ্ছিল, Newcastle United-এ যেতে পারেন নেইমার। কিন্তু নেইমার নিজে নিউক্যাসলে যেতে রাজি নন। তিনি বড় কোনও ক্লাবেই যেতে আগ্রহী। সেক্ষেত্রে ম্যান ইউ আদর্শ জায়গা। 

সমস্যা একটাই, সেটা হল নেইমারের বিপুল বেতন এবং ট্রান্সফার ফি। প্রতি সপ্তাহে পিএসজি থেকে 6,70,000 পাউন্ড বেতন পান নেইমার। এই বেতন কতটা কমিয়ে অন্য ক্লাবে এই তারকা ফুটবলার যেতে রাজি হবেন, সেটা নিয়েই এখন জল্পনা চলছে। তাঁকে যেহেতু ছেড়ে দিতে চায় পিএসজি, তাই ট্রান্সফার ফি নিয়ে খুব একটা সমস্যা হবে না।

এরই মধ্যে শোনা যাচ্ছে, নেইমারকে নিতে আগ্রহী Chealsea। England-এর একটি সংবাদপত্র প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, চেলসির নতুন মালিকTodd Boehly ২০০ মিলিয়ন পাউন্ড দিয়েছেন ম্যানেজার Thomas Tuchel-কে। 

এই অর্থ নেইমারকে দলে নেওয়ার জন্য কাজে লাগাতে পারেন চেলসি বস। নেইমারকে দলে নিতে গেলে বিপুল অর্থ খরচ করতে হবে। তাই খুব বেশি ক্লাব তাঁকে নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেনি। 

এখনও পর্যন্ত ইংল্যান্ডের তিনটি ক্লাবই এই ব্রাজিলিয়ান তারকাকে দলে নিতে চাইছে। দৌড়ে পিছিয়ে নিউক্যাসল। এখনও পর্যন্ত এগিয়ে ম্যান ইউ। তবে চেলসি যদি নেইমারের জন্য ঝাঁপায়, তাহলে লড়াই জমে যাবে। তথ্যসূত্র : এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে