সোমবার, ২৭ জুন, ২০২২, ০৩:২৪:৫৬

অবিশ্বাস্য! ঘণ্টায় ২০৮ কিলোমিটার গতিতে বোলিং

অবিশ্বাস্য! ঘণ্টায় ২০৮ কিলোমিটার গতিতে বোলিং

স্পোর্টস ডেস্ক: আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে সাত উইকেটে জয় তুলে নিয়েছে ভারত। বৃষ্টি বিঘ্নিত ১২ ওভারের ম্যাচে ভারতের এই জয়ের অন্যতম রূপকার ভুবনেশ্বর কুমার। তিন ওভারে ১৬ রান খরচ করে একটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন ভুবনেশ্বর। 

একটি মেডেন ওভারও করেন তিনি। আয়ারল্যান্ডের হয়ে ইনিংস ওপেন করেন অধিনায়ক অ্যান্ডিউ বালবার্নি এবং পল স্টার্লিং। ভারতের হয়ে বোলিং ওপেন করেন ভুবনেশ্বর। ম্যাচের প্রথম যে বলটি ভুবনেশ্বর করেন স্টার্লিং'তে তা মাথা ঘুরিয়ে দেয় দর্শকদের, প্রত্যেককে বিভ্রান্ত করে তোলে। 

কারণ ততক্ষণে স্পিডোমিটারে সেই বলেও গতি দেখিয়েছে ঘণ্টায় ২০৮ কিলোমিটার। এর পরবর্তী বলে বালবার্নি শূন্য রানে বোল্ড করে প্যাভিলিয়নে পাঠান ভুবনেশ্বর। অবিশ্বাস্য! ঘণ্টায় ২০৮ কিলোমিটার গতিতে বোলিং। স্পষ্টতই এত দ্রুত গতিতে বোলিং করা মানব শরীরের পক্ষে সম্ভব নয় এবং এটি টেকনিক্যাল ত্রুটির কারণেই এমনটা দেখিয়েছে। 

স্পিডোমিটারের ত্রুটি মাঝরাতে টিভির পর্দায় চোখ রাখা নেটিজেনদের মজার উপাদানের জোগান দেয়। এক সমর্থক লেখেন, "কে শোয়েব আখতার, কে উমরান মালিক? ভুবি এই মাত্র ইতিহাসে দ্রুততম বলটি করল।" সূত্র: ওয়ান ইন্ডিয়া

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে