সোমবার, ২৭ জুন, ২০২২, ০৫:৪১:৩০

কোহলি ও ঋষভের অফফর্ম নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী

কোহলি ও ঋষভের অফফর্ম নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী

স্পোর্টস ডেস্ক: খেলোয়াড় জীবনে অধিনায়ক হিসেবে যেমন তরুণ ক্রিকেটারদের পাশে দাঁড়াতেন, ক্রিকেট প্রশাসনে এসেও একইভাবে ক্রিকেটারদের পাশে ভারতীয় ক্রিকেট বোর্ড প্রধান সৌরভ গাঙ্গুলী। কোহলি ও ঋষভের অফফর্ম নিয়ে যা বললেন সৌরভ গাঙ্গুলী।

কলকাতার বর্তমান পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে বিরাট কোহলির অফফর্ম নিয়ে প্রশ্নের জবাবে তিনি বললেন, “ব্যাড প্যাচ সবারই যায়। তবে ওর একটু বেশি সময় লাগছে। আমার মনে হয় দ্রুত বড় রান করবে বিরাট।”

ব্যক্তিগত পারফরম্যান্স একেবারেই ভালো হয়নি ঋষভ পান্থের। তার পাশেও দাঁড়িয়েছেন সৌরভ। এ প্রসঙ্গে তিনি বলেছেন, “এক-আধটা সিরিজ এমন যায়। তবে চিন্তার কিছু নেই। ঋষভ ভবিষ্যতের তারকা। খুব ভালো ব্যাটার। রাহুল দ্রাবিড়ও ঋষভের পাশে আছে।”

ঋষভ পান্থকে কি তাহলে ভবিষ্যতে ভারতীয় দলের অধিনায়ক হিসেবে ভাবছে বোর্ড? এই প্রশ্নের জবাবে সৌরভ বলেছেন, “না না, সেটা বলার সময় এখনও আসেনি। কেউ ছিল না বলেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে ওকে অধিনায়ক করা হয়েছিল।”

ভারতীয় দলের অধিনায়ক হিসেবে রোহিত শর্মার উপর ভরসা রয়েছে বিসিসিআই সভাপতির। তিনি বলেন, “রোহিতের অধিনায়কত্বে আমরা খুশি। ঠান্ডা মাথা। আশা করছি এবারের টি-২০ বিশ্বকাপে ওর নেতৃত্বে টিম ইন্ডিয়া ভালো পারফর্ম করবে।”

টি-২০ বিশ্বকাপে ভারতের কেমন ফল আশা করছেন? সৌরভ বললেন, “ভারত সব সময়ই ফেভারিট তকমা পাবে। যে দলে রোহিত শর্মা, বিরাট কোহলি, কে এল রাহুল, ঋষভ পান্থের মতো ক্রিকেটার রয়েছে, তাদের তো সম্ভাবনা উজ্জ্বলই। আমি আশাবাদী।”

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে