সোমবার, ২৭ জুন, ২০২২, ১১:৫৪:২৯

ক্রিকেটে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা!

ক্রিকেটে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা!

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটে ঘটল এক অবিশ্বাস্য ঘটনা! টেস্ট ক্রিকেটে ভিন্ন মাত্রা যোগ করেছে ইংল্যান্ড। বেন স্টোকসকে অধিনায়ক করে ব্রেন্ডন ম্যাককালামকে কোচের দায়িত্ব দিয়ে খোলনলচে পাল্টে ফেলেছে। তারই বহিঃপ্রকাশ নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে সিরিজ জয়। 

লর্ডসে ২৭৬, ট্রেন্ট ব্রিজে ২৯৮ ও হেডিংলিতে ২৯৬ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জয়- টেস্ট ইতিহাসের ১৪৫ বছরে এমন টানা জয় কারও নেই। তাতে কিউইদের হোয়াইটওয়াশ করার আনন্দে মেতেছে অবিশ্বাস্য ইংল্যান্ড।

আজ (সোমবার) হেডিংলি টেস্ট ৭ উইকেটে জিতেছে ইংলিশরা। জোর রুটের দৃঢ়তা ও জনি বেয়ারস্টোর খুনে ব্যাটিংয়ে মাত্র ৩ উইকেট হারিয়ে ৫৪.২ ওভারে ২৯৬ রানের লক্ষ্য টপকে যায় স্বাগতিকরা। তাতে টানা তিন টেস্টে ২৫০-এর বেশি রান তাড়া করে জেতার রেকর্ড গড়েছে ইংল্যান্ড। টেস্ট ইতিহাসে ১৪৫ বছরে আর কোনও দলের এমন কীর্তি নেই। 

শেষ দিনে জিততে ১১৩ রান দরকার ছিল ইংল্যান্ডের। বৃষ্টির কারণে খেলা শুরু হতে দেরি হওয়ায় ইংল্যান্ডের জয় পাওয়া যা একটু বিলম্ব হয়েছে। এরপর খেলা শুরু হওয়ার পর সময় লাগেনি জয়ের বন্দরে পৌঁছাতে। টিম সাউদির বলে ওলি পোপ দ্রুত আউট হওয়ায় বরং কিউইদের সর্বনাশ হয়েছে! ৮২ রান করা পোপের বিদায়ের পরই যে মাঠে নামেন ভয়ঙ্কর ফর্মে থাকা বেয়ারস্টো। গোটা সিরিজে কিউই বোলারদের তুলোধুনো করা এই ব্যাটার আজও ব্যাট করেছেন টি-টোয়েন্টি মেজাজে।

৪৪ বলে খেলেন হার না মানা ৭১ রানের ঝড়ো ইনিংস। টেস্ট ম্যাচ হলেও তার ব্যাটে শুধুই আগুন ঝরেছে। মেরেছেন ৮ বাউন্ডারির সঙ্গে ৩ ছক্কা। অন্যদিকে রুট খেলেন ৭১ রানের অপরাজিত ইনিংস। ১২৫ বলের ইনিংসটি সাবেক ইংলিশ অধিনায়ক সাজান ১১ বাউন্ডারি ও ১ ছক্কায়।

নিউজিল্যান্ডের টিম সাউদি ও মাইকেল ব্রেসওয়েল প্রত্যেকে নেন একটি করে উইকেট। ম্যাচসেরা হয়েছেন ১০ উইকেট নেওয়া জ্যাক লিচ। আর সিরিজসেরা জো রুট।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে