মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১২:৫০:০২

কোহলীদের উপর নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই

কোহলীদের উপর নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই

স্পোর্টস ডেস্ক : তিন দিন পর শুরু ভারত বনাম ইংল্যান্ড টেস্ট। তার আগে রোহিত শর্মার ক'রো'না হওয়ায় চিন্তায় ভারতীয় বোর্ড। সেই কারণে জৈবদুর্গ না থাকলেও বিরাট কোহলীদের বাইরে ঘুরতে যাওয়া, রেস্তরাঁয় খেতে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করল বিসিসিআই। খবর আনন্দবাজারের।

শনিবার জানা যায় রোহিত ক'রো'না আ'ক্রা'ন্ত। ভারত সেই সময় লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুতি ম্যাচ খেলছিল। সঙ্গে সঙ্গে রোহিতকে নিভৃতবাসে পাঠানো হয়। এই সিরিজে জৈবদুর্গ নেই। কিন্তু ক'রো'না চলে যায়নি। বিরাটরা বাইরে ঘুরে বেড়ালে সতীর্থ ক্রিকেটারদেরও ক'রো'না আ'ক্রা'ন্ত হওয়ার সম্ভাবনা থাকবে। সেই কারণেই এমন নিষেধাজ্ঞা জারি করল বোর্ড।

বিসিসিআই-এর এক কর্তা সংবাদ সংস্থা এএনআই-কে বলেন, “বেশ কিছু ক্রিকেটার বাইরে ঘুরে বেড়ানোয় বোর্ড বিরক্ত। তাঁদের সাবধানও করা হয়েছে। কেউ কেউ সমর্থকদের সঙ্গে ছবি তুলছেন। এটা সাংঘাতিক হতে পারে। ক্রিকেটারদের ঘরে থাকতে বলা হয়েছে, সব রকম সুরক্ষা ব্যবস্থা মেনে চলতে বলা হয়েছে।”

বিরাট, রোহিতের মতো ক্রিকেটারদের সমর্থকদের সঙ্গে ছবি তুলতে দেখা গিয়েছিল। তাঁদের সেই ছবি নেটমাধ্যমে ছড়িয়ে পড়ে। উইকেটরক্ষক ঋষভ পন্থের ছবিও নেটমাধ্যমে পাওয়া গিয়েছে। যেখানে তাঁকে সমর্থকদের মাঝে দেখা গিয়েছে। এই ঘটনা খুব ভাল ভাবে নেয়নি বোর্ড।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে