মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ০২:৩০:২৬

বাবর এবার ভেঙে দিয়েছেন কোহলির আরো একটি রেকর্ড

 বাবর এবার ভেঙে দিয়েছেন কোহলির আরো একটি রেকর্ড

স্পোর্টস ডেস্ক : সময়ের অন্যতম সেরা দুই ব্যাটার হলেন ভারতের বিরাট কোহলি ও পাকিস্তানের বাবর আজম। যদিও সাম্প্রতিক ফর্ম বিবেচনা করলে দুজন রয়েছেন দুই মেরুতে। 

শতকের পর শতক হাঁকিয়ে বাবর যেখানে রেকর্ডের পর রেকর্ড গড়ছেন, সেখানে তিন বছর ধরে শতকহীন কোহলি। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে র‌্যাংকিংয়ের শীর্ষে থাকা বাবর এবার ভেঙে দিয়েছেন কোহলির আরো একটি রেকর্ড।

টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে দীর্ঘদিন ধরে শীর্ষে থাকতে থাকতে রেকর্ডই করে ফেললেন বাবর। টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে সবচেয়ে বেশিদিন শীর্ষে থাকা ব্যাটার এখন এই পাকিস্তানিই। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে কোহলির পর দ্বিতীয় ব্যাটার হিসেবে এক হাজারের বেশি দিন এক নম্বরে থাকার নজির গড়লেন বাবর। এবার কোহলির ১০১৩ দিনকেও ছাপিয়ে গেছেন তিনি।

আজকের দিনসহ মোট ১০২৯ দিন টি-টোয়েন্টি ব্যাটিং র‍্যাংকিংয়ের হিংহাসন দখল করে আছেন বাবর। বাবর-কোহলির পরে এই তালিকায় তিনে রয়েছেন সাবেক ইংলিশ ব্যাটার কেভিন পিটারসেন। ৭২৯ দিন শীর্ষে ছিলেন এই মারকুটে ব্যাটার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে