মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ০২:৫৪:০৫

মেসিকে হারানোটাও ছিল কোম্যানের জন্য কষ্টের

 মেসিকে হারানোটাও ছিল কোম্যানের জন্য কষ্টের

স্পোর্টস ডেস্ক : গত বছরের অক্টোবর পর্যন্ত রোনাল্ড কোম্যানই ছিলেন বার্সেলোনার কোচ। এরপর তাঁকে বরখাস্ত করে ক্লাবের আরেক কিংবদন্তি জাভি হার্নান্দেজকে দায়িত্ব দেওয়া হয়। এরপরই বার্সার সঙ্গে কোম্যানের সম্পর্কের অবনতি ঘটেছে। এবার এক সাক্ষাৎকারে কাতালান ক্লাবটির সমালোচনা করেছেন কোম্যান।

বায়ার্ন তারকা রবার্ট লেভানদোস্কির সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বার্সা- এই গুঞ্জন কোম্যানের কানেও গেছে। তিনি বলেন, ‘লেভানদোস্কি একজন দুর্দান্ত খেলোয়াড়, অসাধারণ গোলস্কোরার। কিন্তু তার বয়স ৩৫। এই বয়সী কারো জন্য ৫০-৬০ মিলিয়ন ইউরোর সঙ্গে আবার উচ্চ বেতনের ব্যাপারে আমার সংশয় আছে। সে হয়তো আর দুই বছর ভালোভাবে খেলতে পারবে। তাই তাকে দলে ভেড়াতে আমার সংশয় আছে। ’

বার্সার খেলার ধরণেরও সমালোচনা করেছেন কোম্যান, ‘বার্সা এখনো অতীতে বাস করছে। আগের ৪-৩-৩ বা টিকিটাকা থেকে ফুটবল এখন গতিময় হয়ে গেছে। আপনি অতীতে বাস করতে পারবেন না। ’ মেসিকে হারানোটাও ছিল কোম্যানের জন্য কষ্টের, ‘তাঁরা (বার্সা ম্যানেজম্যান্ট) মেসিকে আমার কাছ থেকে আলাদা করে দিয়েছিল। এটা ছিল খুবই বেদনাদায়ক। ’

কোম্যান আপাতত অবসর সময় কাটাচ্ছেন। কাতার বিশ্বকাপের পর নেদারল্যান্ডস জাতীয় দলের দায়িত্ব গ্রহণ করবেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে