মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ০৩:২০:২৯

পিএসজি সতীর্থের কণ্ঠে নেইমারকে নিয়ে আক্ষেপ

পিএসজি সতীর্থের কণ্ঠে নেইমারকে নিয়ে আক্ষেপ

স্পোর্টস ডেস্ক: মেসি-রোনালদো যুগের সুপারস্টার হিসাবে ব্রাজিলিয়ান ফুটবলের পোস্টারবয় নেইমারকেই বেছে নিয়েছিলেন কিন্তু পথ হারিয়ে নেইমার নিজেকে সেই জায়গায় নিতে পারেননি। বয়স ৩০ হয়ে গেলেও তার ঝুলিতে নেই কোনো ব্যালন ডি'অর পুরস্কার। 

ব্রাজিল সমর্থকদের এই আক্ষেপ ফুটে উঠে তেমনই পিএসজি সতীর্থের কণ্ঠে নেইমারকে নিয়ে আক্ষেপ। ফুটবলবোদ্ধাদের মতে, বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়া ছিল নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত। কারণ লিগ ওয়ান কোনো দিক দিয়েই স্প্যানিশ লা লিগার ধারেকাছেও নেই। 

কিছুদিন আগে লিওনেল মেসিও গেছেন পিএসজিতে। কিন্তু ক্যারিয়ারের শেষ প্রান্তে থাকা আর্জেন্টাইন ফুটবল জাদুকরের তো সাতটি ব্যালন ডি'অর জেতা হয়ে গেছে। এবার পিএসজির স্প্যানিশ মিডফিল্ডার আন্দের এরেরা আক্ষেপ নিয়ে বললেন, তিনি ভেবেছিলেন এত দিনে নেইমার অন্তত একটি ব্যালন ডি'অর জিতবেন।

স্প্যানিশ দৈনিক এএসে সাক্ষাৎকারে এরেরার কথা, 'আমি ভেবেছিলাম, নেইমার এত দিনে একটা ব্যালন ডি'অর জিতবে। তবে এখনো সে সম্ভাবনা শেষ হয়ে গেছে, তা বলছি না। ওর সঙ্গে থাকা, খেলতে পারাই আনন্দের। সতীর্থ হিসাবে নেইমার অসাধারণ, আর ফুটবলার হিসেবে বিশ্বের সেরা পাঁচের একজন। ওর সঙ্গে আমার সম্পর্কটা দারুণ বন্ধুত্বপূর্ণ।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে