মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ০৭:২২:২৪

যা একেবারে পছন্দ নয় মাশরাফির

যা একেবারে পছন্দ নয় মাশরাফির

স্পোর্টস ডেস্ক: ব্যাট হাতে দুর্দান্ত এক ঘরোয়া মৌসুম পার করেছেন এনামুল হক বিজয়। লিস্ট ‘এ’ ক্রিকেটে গড়েছেন অনবদ্য এক রেকর্ড। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে এক মৌসুমে হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। এর প্রতিদান হিসেবে দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরেন বিজয়। শুরুতে সীমিত ফরম্যাটে ডাক পেলেও পরে দলের প্রয়োজনে ক্যারিবীয় সফরে তাকে টেস্টে খেলনো হয়।

জাতীয় দলের এমন সংস্কৃতি একেবারে পছন্দ নয় সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। কেউ এক ফরম্যাটে ভালো করলে তাকে অন্য ফরম্যাটে নামিয়ে দেওয়ার রীতি থেকে বের হয়ে আসার পরামর্শ নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ডানহাতি পেসারের।

আজ মঙ্গলবার নিজ বাসভবনে সংবাদমাধ্যমকে মাশরাফি বলেন, ‘সাদা বলের ক্রিকেটে যে পারফর্ম করছে তাকে লাল বলে না খেলানো বা লাল বলে যে পারফর্ম করছে তাকে সাদা বলে না খেলানো (উচিৎ)। আমরা মঝখানে এরকম অনেক কিছু দেখেছি।’

ঘরোয়া ক্রিকেটে সাদা বলে সম্ভাবনার আলো জ্বালিয়ে জাতীয় দলে নাম লেখান জিয়াউর রহমান, আরিফুল হকের মতো বেশ কয়েকজন প্রতিভাবান ক্রিকেটার। তবে হুট করে টেস্টে নামিয়ে দেওয়ায় তাদের আন্তর্জাতিক ক্যারিয়ারই থমকে গেছে। আরিফুল-জিয়াউররা আবার ফিরতে পারবেন বলে আশাও করেন না কেউ। 

প্রায় ৮ বছর পর টেস্টে নেমে দুই ইনিংসে ২৭ রান করা বিজয়ের ক্ষেত্রে অবশ্য এমনটা চান না মাশরাফি, ‘সাম্প্রতিক সময়ে আমরা আলোচনা করেছি বিজয় কিন্তু সাদা বলে দারুণ ফর্মে। ও গিয়ে ওয়েস্ট ইন্ডিজে টেস্ট ক্রিকেট খেলছে। ও লাল বলেও রান করেছে কিন্তু বেশ কিছু দিন আগে। তো ও যে টেস্ট ক্রিকেট খেলেছে ওর জন্য কিন্তু কঠিন। সাথে ডিউক বল, কুকাবুরাও না।’

সঙ্গে যোগ করেন মাশরাফি, ‘আমি আশা করব যে যেহেতু সাকিব আছে সমস্যা হবে না। ওকে আরেকটা সুযোগ দাও, যেহেতু লাল বলে খেলেছে। শুরুটা ভালো করেছে, ২৩ (প্রথম ইনিংসে) রান করে আউট হয়েছে। কিন্তু ওকে আরেকটু সুযোগ দেওয়া (লাল বলে)। আর সাদা বলে সে পারফর্ম করছে। আমি আশা করছি সাদা বলে সে ভালো করবে।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে