মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ১১:১২:২২

বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলেন দীপক হুডা! বিশাল স্কোর

বিধ্বংসী মেজাজে ব্যাটিং করলেন দীপক হুডা! বিশাল স্কোর

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে নামছে ভারত। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে সাত উইকেট উইকেটে জয়লাভ করেছিল।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে দুরন্ত শতরান করলেন দীপক হুডা যা তার জন্য বিশার স্কোর। চতুর্থ ভারতীয় ক্রিকেটার হিসেবে তিনি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শতরান করলেন। ইতিপূর্বে এই কৃতিত্ব অর্জন করেছেন রোহিত শর্মা, কেএল রাহুল এবং সুরেশ রায়না। মাত্র ৫৫ বলে শতরান করলেন তিনি।

জাতীয় দলের জার্সিতে কার্যত জ্বলে উঠলেন সঞ্জু স্যামসন। ৪২ বলে ৭৭ রান করে তাঁকে ফিরতে হল। আদেয়ারের বলে তিনি বোল্ড হয়ে গেলেন।

বিধ্বংসী মেজাজে ব্যাটিং করছেন দীপক হুডা। মাত্র ২৭ বলে হাফসেঞ্চুরি করলেন তিনি। এই ইনিংস গড়তে তিনি তিনটে বাউন্ডারি এবং চারটে ওভার বাউন্ডারি হাঁকিয়েছেন। ১০ ওভারে ভারতের স্কোর ১ উইকেটে ৯৭ রান।

পাওয়ার প্লে চলাকালীন ভারতীয় ক্রিকেট দল ১ উইকেট হারালেও ৫০ রান করে ফেলেছে। ৩ রান করে ফিরে গিয়েছেন দলের ওপেনার ঈশান কিষান। তবে আপাতত সঞ্জু স্যামসন এবং দীপক হুডা ব্যাট করছেন। ২৪ রানে রয়েছেন স্যামসন এবং ২৬ রানে দীপক।

৩.১ ওভারে মার্ক আদায়ারের বলে উইকেটকিপার টাকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে গেলেন ঈশান কিষান। ৫ বলে মাত্র ৩ রান করেছেন তিনি। গত রবিবার যেভাবে আউট হয়েছিলেন, আজও সেভাবেই নিজের উইকেটটা ছুঁড়ে দিলেন তিনি। সেবার তিনি বোল্ড হয়েছিলেন, আর এবার স্টেপ আউট করে লেগ সাইডে শট মারতে যান। কিন্তু কোনাকুনি আসা ওই ডেলিভারি ব্যাটের কানা লেগে সোজা উইকেটকিপারের কাছে চলে যায়

টিম ইন্ডিয়ার হয়ে ওপেন করতে নামলেন ঈশান কিষান এবং সঞ্জু স্যামসন। সঞ্জুর বাউন্ডারি দিয়ে ভারতীয় ইনিংসের শুরুয়াত।

আয়ারল্যান্ডের প্রথম একাদশ: পল স্টার্লিং, অ্যান্ডু ব্যালবর্নী (অধিনায়ক), গ্যারেথ ডেলানি, হ্যারি টেক্টর, লোর্কন টাকার (উইকেটকিপার), জর্জ ডকরেল, মার্ক অ্যাডায়ার, অ্যান্ডি ম্যাকব্রাইন, ক্রেগ ইয়ং, জোশুয়া লিটল, কোনর অ্যালর্ফ্ট।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে