বুধবার, ২৯ জুন, ২০২২, ০৯:২৭:২৭

গুঞ্জন সত্যি হলো মরগানের বেলায়!

গুঞ্জন সত্যি হলো মরগানের বেলায়!

স্পোর্টস ডেস্ক: গুঞ্জন সত্যি হলো মরগানের বেলায়! ক্রিকেট থেকে বিদায় নিচ্ছেন এউইন মরগান। কিন্তু বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতার। ইংলিশ অধিনায়ক নিজেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়ে আজ সেই আনুষ্ঠানিকতা সারলেন। আন্তর্জাতিক ক্রিকেটকে বললেন গুডবাই। তবে ঘরোয়া ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি।

মরগানের নেতৃত্বে টি-টোয়েন্টি এবং ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছিল ইংল্যান্ড। ৬০ শতাংশ ম্যাচে জয় পেয়েছেন অধিনায়ক মরগান। তার নেতৃত্বে প্রায় সব বড় দলকেই হারিয়েছে ইংল্যান্ড। 

তাই তার বিদায়ে আবেগ ধরে রাখতে পারেননি ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনা পরিচালক রব। বললেন, মরগানের মতো বড় মাপের ক্রিকেটার একটা প্রজন্মকেই বদলে দিয়েছে। পরের প্রজন্ম কীভাবে খেলবে- তার ওপরেও মরগানের প্রভাব থাকবে।

সাত বছরের বেশি সময় সাদা বলের ইংল্যান্ড ক্রিকেটকে নেতৃত্ব দিয়েছেন মরগান। ২০১৫ সালের বিশ্বকাপে বিপর্যয়ের পর মরগানের হাতে তুলে দেওয়া হয় ইংল্যান্ড ওয়ানডে দলের দায়িত্ব। ওয়ানডেতে দুর্দান্ত দল হয়ে ওঠে ইংল্যান্ড। তার আক্রমণাত্মক খেলার ধরন বদলে দেয় দলকেও। মরগানের নেতৃত্বেই ২০১৯ সালে নিউজিল্যান্ডকে হারিয়ে ওয়ানডে বিশ্বকাপ জেতে ইংল্যান্ড।

ইংল্যান্ডের হয়ে দুটি বিশ্বকাপ জিতেছেন মরগান। ২০১০ টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই আইরিশ ২০১৯ সালে ইংল্যান্ডকে জিতিয়েছেন ওয়ানডে বিশ্বকাপও। 

বিদায় বেলায় মরগানের বিশ্বাস, সাদা বলের ক্রিকেটে সামনে আরও ভালো করবে ইংল্যান্ড। মরগান বলেছেন, আমার বিশ্বাস, সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের ভবিষ্যৎ আরও উজ্জ্বল। আগের চেয়েও এই দল বেশি অভিজ্ঞ এবং শক্তিশালী। দুটি বিশ্বকাপজয়ী দলে খেলতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। আরও রোমাঞ্চ দেখার অপেক্ষায় আছি।

বিদায়বেলায় সতীর্থ ও সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ইংলিশ অধিনায়ক বলেছেন, অধিনায়ক ও খেলোয়াড় হিসেবে যা অর্জন করেছি তা নিয়ে আমি অনেক গর্বিত। 

তবে যে জিনিসটি সবচেয়ে বেশি মনে রাখব তা হলো এই পথচলায় দারুণ কিছু মানুষের সঙ্গে আমার অসাধারণ স্মৃতি। এ সময় সতীর্থ, কোচ, সমর্থকসহ যারা ক্যারিয়ারের সব সময় পাশে থেকে সাফল্য পেতে সহায়তা করেছেন সবাইকে ধন্যবাদ জানান বিদায়ী এই ক্রিকেটার।

ওয়ানডেতে ইংলিশদের বদলে যাওয়ার শুরু ৩৫ বছর বয়সী এই মরগ্যানের হাত ধরে। ২০১৫ সালের বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে হেরে বিদায় নেওয়ার পর মরগ্যানের ইচ্ছাতেই আগ্রাসী ক্রিকেটে মনযোগী হয় ইংলিশরা। তারই সুফল হিসেবে ২০১৯ সালে মরগ্যানের হাত ধরে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা প্রথমবারের মতো নিজেদের করে নেয় দলটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে