বুধবার, ২৯ জুন, ২০২২, ০৭:৪৭:০১

রোহিত শর্মার পরিবর্তে যিনি ভারত দলের অধিনায়ক!

রোহিত শর্মার পরিবর্তে যিনি ভারত দলের অধিনায়ক!

স্পোর্টস ডেস্ক: রোহিত শর্মা কো'ভিড প'জিটিভ হয়েছেন। আপাতত তিনি আইসোলেশনে রয়েছেন। বুধবার এজবাস্টনে অনুশীলন করে টিম ইন্ডিয়া। কিন্তু, রোহিত শর্মাকে অনুশীলনে দেখতে পাওয়া যায়নি। 

২০২১ সালে ভারতীয় শিবিরে ক'রো'না ভাই'রাস থাবা বসানোর কারণে এই সিরিজটা স্থগিত করে দেওয়া হয়েছিল। আপাতত এই সিরিজে ভারতীয় ক্রিকেট দল ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে। কিন্তু নিউ জিল্যান্ডকে হোয়াইটওয়াশ করার পরে ইংল্যান্ডের আত্মবিশ্বাস কিন্তু আপাতত সপ্তম স্বর্গে রয়েছে।

ভারতীয় ক্রিকেট দল এই সিরিজের শেষ টেস্ট ম্যাচ যে কোনও মূল্যে জেতার চেষ্টা করছে। এই পরিস্থিতিতে দলের প্রত্যেক ক্রিকেটারই বুধবার অনুশীলনে কঠোর পরিশ্রম করলেন। ভারতীয় ক্রিকেট দলের উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবিও শেয়ার করেছেন। 

এই ছবিতে স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে যে ভারতীয় ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছেন। অন্যদিকে সোশ্যাল মিডিয়ায় টিম ইন্ডিয়ার অনুশীলনের বেশ কয়েকটি ভিডিয়োও ভাইরাল হয়েছে। এই ভিডিয়োতে কিন্তু রোহিত শর্মাকে দেখতে পাওয়া যায়নি। আসলে রোহিত শর্মার ক'রোনা রিপোর্ট পজি'টিভ এসেছিল। তারপর থেকেই তিনি আই'সো'লেশনে রয়েছেন। 

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম টেস্ট শুরুর আগে বড়সড় ধাক্কা খেল ভারতীয় ক্রিকেট দল। সূত্রের খবর, ক'রোনা ভাই'রাসে আক্রান্ত হওয়ার কারণে রোহিত শর্মা খেলতে পারবেন না। তাঁর পরিবর্তে জসপ্রীত বুমরাহ নাকি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দেবেন।

ভারতীয় ক্রিকেট দলের সম্ভাব্য একাদশ: শুভমন গিল, ময়াঙ্ক আগরওয়াল, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি, হনুমা বিহারী, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, মহম্মদ সামি, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সিরাজ।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: অ্যালেক্স লি, জ্যাক ক্রলি, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস/স্যাম বিলিংস (উইকেটকিপার), জেমি ওভারটন, স্টুয়ার্ট ব্রড, জ্যাক লিচ এবং জেমস অ্যান্ডারসন।

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে শুধুমাত্র রোহিত শর্মাই নন ইংল্যান্ডে পা রাখার পর ক'রোনায় আক্রান্ত হয়েছিলেন বিরাট কোহলি। যদিও কয়েকদিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে ওঠেন। জানা গিয়েছে, মালদ্বীপ থেকে ফেরার পথেই বিরাট ক'রোনায় আ'ক্রান্ত হয়েছিলেন। 

অন্যদিকে আবার টিম ইন্ডিয়ার অভিজ্ঞ অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিনও এই একই ভাই'রাসে আ'ক্রান্ত হল। সেকারণে তিনি সতীর্থদের সঙ্গে লন্ডন যেতে পারেননি। যদিও দুজনেই সুস্থ হয়ে ওঠার পর দলের অনুশীলনে যোগ দিয়েছেন।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে