বুধবার, ২৯ জুন, ২০২২, ১১:৫০:২৩

হার্দিক পান্ডিয়ার গাড়ির কালেকশন দেখলে চোখ কপালে উঠবে

হার্দিক পান্ডিয়ার গাড়ির কালেকশন দেখলে চোখ কপালে উঠবে

স্পোর্টস ডেস্ক: চলতি বছরেই গুজরাট টাইটান্সের অধিনায়ক হিসাবে প্রথম মরশুমেই IPL খেতাব জিতেছেন হার্দিক পান্ডিয়া। এর পরেই আয়ারল্যান্ডের বিরুদ্ধে T20 সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্বের সুযোগ পান এই অলরাউন্ডার। জাতীয় দলের অধিনায়ক হিসাবে প্রথম সিরিজেই প্রতিপক্ষকে ধরাশায়ী করেছেন হার্দিক। 

সদ্য সমাপ্ত সিরিজে আয়ারল্যান্ডের বিরুদ্ধে 2-0 ব্যবধানে সিরিজ জিতেছে ভারত। তবে শুধু অধিনায়ক হিসাবেই নয়, ব্যক্তিগত জীবনেও দারুণ সফল হার্দিক। তাঁর গাড়ির কালেকশন যে দেখলে যে কোন ব্যক্তির চোখ কপালে উঠবে। কোন কোন গাড়ি আছে হার্দিকের গ্যারাজে? দেখে নিন।

নিজের জন্য বিভিন্ন বিলাসবহুল গাড়ি কেনার জন্য নিজের প্রয়াত বাবাকেও গাড়ি কিনে দিয়েছিলেন হার্দিক ও তাঁর ভাই ক্রুনাল। বাবাকে 2017 সালে একটি Jeep Compass উপহার দিয়েছিলেন পান্ডিয়া ভাইরা। এই গাড়ির দাম প্রায় 17 লাখ টাকা। এছাড়াও হার্দিকের গ্যারাজে রয়েছে একটি Mini Clubman Cooper S। বিলাসবহুল এই গাড়ির দাম প্রায় 41 লাখ টাকা।

তবে এখানেই শেষ নয়, হার্দিকের কালেকশনে রয়েছে কোটি টাকা দামের গাড়ি। বরোদার রাস্তায় মাঝে মধ্যেই এই ক্রিকেটারকে একটি Lamborghini Huracan EVO চালাতে দেখা যায়। এই গাড়ির দাম প্রায় 4.10 কোটি টাকা। এছাড়াও তাঁর কালেকশনে রয়েছে একটি 6.22 কোটি টাকা দামের Rolls Royce।

অনেকেই বলেন Mercedes গাড়ির ভক্ত হার্দিক। তাঁর গ্যারাজে রয়েছে দুটি Mercedes গাড়ি। হার্দিকের Mercedes G-wagon ও Mercedes Benz GLA গাড়ি দুটির দাম প্রায় 3 কোটি টাকা। এছাড়াও গুজরাট টাইটান্সের অধিনায়কের কাছে রয়েছে একটি 2.11 কোটির Range Rover Vogue।

গুজরাট টাইটান্সকে IPL খেতাব জিতিয়ে ভারতীয় দলের অধিনায়ক হিসাবে নিযুক্ত হয়েছেন হার্দিক। এর আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে T20 সিরিজে সহ অধিনায়কের দায়িত্ব পেয়েছিলেন এই অলরাউন্ডার। সেই সিরিজে ভারতীয় দলের অধিনায়কত্ব করেছিলেন ঋষভ পান্ত।

প্রায় 4 মাস মাঠের বাইরে থাকার পরে 2022 সালের IPL -এ রাজকীয় প্রত্যাবর্তন করেছেন হার্দিক। ব্যাট হাতে মোট 487 রান করেছেন তিনি। এছাড়াও নিয়েছেন 8 টি উইকেট। 

এর মধ্যে রাজস্থান রয়্যালসের রিরুদ্ধে ম্যাচে একাই 3 উইকেট নিয়েছিলেন হার্দিক। ব্যাট ও বল হাতে দুর্দান্ত পারফর্মেন্স করে সমালোচকদের জবাব দিয়েছে তিনি। IPL -এর সাফল্য বজায় রেখে জাতীয় দলে খেলার সময় আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম T20 ম্যাচে 12 বলে 24 রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন অধিনায়ক।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে