শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ০২:৩০:৪৯

মেসিকে নিয়ে সেই আশা পূরণ হচ্ছে এবার!

মেসিকে নিয়ে সেই আশা পূরণ হচ্ছে এবার!

স্পোর্টস ডেস্ক: মেসির সঙ্গে বার্সেলোনার সম্পর্কটা যেন রবীন্দ্রনাথের ছোটগল্পের মতো, শেষ হইয়াও হইলো না শেষ। গত বছরের আগস্টে ফুটবল বিশ্বকে অবাক করে দিয়ে মেসি-বার্সার দুই দশকের সম্পর্কের ইতি ঘটেছিল। 

তারপর বছর ঘুরল। কেন মেসিকে প্রিয় ক্লাব ছাড়তে হলো এ নিয়ে বিস্তর আলোচনা হলো। যদিও আর্জেন্টাইন ফুটবল জাদুকরের বার্সা ছাড়ার ঘটনায় লা লিগার নিয়মের মারপ্যাঁচ ছিল প্রত্যক্ষ কারণ। তবে আড়ালে বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাকেও কম দায় দেয়া হয়নি। সেই আশা পূরণ হচ্ছে জাভির, মেসিকে নিয়ে সুখবর বার্সা সভাপতির!

অর্থনৈতিকভাবে বিপর্যস্ত বার্সেলোনা সেরা তারকাকে তখন ধরে রাখতে না পারলেও চলতি মৌসুমে একের পর এক খেলোয়াড়কে দলে ভিড়িয়ে যাচ্ছে। আর্থিক টানাপড়েনে থাকা ক্লাবটি এমন বড় বড় খেলোয়াড় কীভাবে চুক্তি করিয়ে যাচ্ছে তা নিয়ে অবাক বায়ার্ন মিউনিখ কোচ জুলিয়ান নাগেলসম্যানও। 

এরই মধ্যে দিন দুয়েক আগে এক বিস্ফোরক খবর প্রকাশ করেছিল স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়েরিও স্পোর্ট। ক্লাব কিংবদন্তি লিওনেল মেসিকে ফেরাতে চাইছেন দলটির কোচ জাভি হার্নান্দেজ। এর জন্য নাকি ক্লাব প্রেসিডেন্টকে চাপও দিচ্ছেন তিনি।

মেসির ভবিষ্যৎ কোথায়, এ নিয়ে জল্পনা-কল্পনার শেষ নেই। এই দলবদলেই তার পিএসজি ছাড়ার সম্ভাবনা একেবারেই নেই। পিএসজি তার প্রতি যে ভরসা রেখেছে, সেটাকে সম্মান করেই এই মৌসুমটা ফ্রান্সের রাজধানীতে থেকে যেতে চান মেসি। 

তবে পিএসজির সঙ্গে চুক্তি শেষ হলে ফ্রি এজেন্টে আবারও বার্সেলোনায় মেসিকে ফেরাতে চাচ্ছে দলের কোচ এবং মেসির সাবেক সতীর্থ জাভি। সাবেক সতীর্থ মেসিকে ক্লাবে ফেরাতে তিনি মরিয়া, এ জন্য ক্লাব সভাপতি লাপোর্তাকেও চাপ দিয়েছেন তিনি, এমনটাই জানায় স্প্যানিশ সংবাদমাধ্যম ডায়েরিও স্পোর্ট।

এদিকে কদিন আগে বার্সা প্রেসিডেন্ট লাপোর্তা জানিয়েছিলেন মেসির বার্সা অধ্যায় এখনো শেষ হয়ে যায়নি। এরই মধ্যে নতুন খবর, তিনি আবারও বললেন, আর্জেন্টাইন মহাতারকাকে ফিরিয়ে আনতে চান। 

হুয়ান লাপোর্তা বলেন, মেসির কাছে নৈতিকভাবে ঋণী আমরা। আমি চাই, মেসির খেলোয়াড়ি জীবনটা শেষ হোক বার্সেলোনার জার্সি পরে, প্রতিটা স্টেডিয়ামে সরব প্রশংসা শুনে।

আরও যোগ করেন, যেভাবে বার্সার সঙ্গে মেসির সম্পর্কটা শেষ হয়েছে, তাতে নিজেরও খানিকটা দায় দেখছি আমি। তবে তাকে ফেরানোর বিষয়টা এখনো অনেক যদি কিন্তুর বেড়াজালে আটকে আছে। আর আমরা আশা করছি একে বাস্তবে রূপ দিতে পারব। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে