শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ০৪:০২:১৩

যা করলে সেরা খেলাটা বেরিয়ে আসবে- জানালেন রোহিত শর্মা

যা করলে সেরা খেলাটা বেরিয়ে আসবে- জানালেন রোহিত শর্মা

স্পোর্টস ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ওয়ানডে সিরিজে বিশ্রাম নিলেও টি-টোয়েন্টিতে ফিরেছেন রোহিত শর্মা। এই সিরিজের মাঝেই উঠল গত টি-টোয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে। 

সেই আসরে প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ১০ উইকেটে হারে ভারত। দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৮ উইকেটের হারে গ্রুপ পর্ব থেকে তাদের বিদায় নিশ্চিত হয়।

সেই সময় অধিনায়ক ছিলেন বিরাট কোহলি। তার নেতৃত্বে ভারত কি রক্ষণশীল ক্রিকেট খেলত? এমন ধারণা একেবারে উড়িয়ে দিয়েছেন রোহিত শর্মা। তিনি যুক্তি দেখিয়ে বলেন, 'বিশ্বকাপে যে ফল আশা করেছিলাম তা পাইনি। 

তার মানে এটা নয় যে আমরা খারাপ খেলেছি। এটাও মানব না যে আমরা রক্ষণশীল হয়ে গিয়েছিলাম। বিশ্বকাপে এক-দুটো ম্যাচ হেরেছি মানে আমরা সুযোগ কাজে লাগাতে পারিনি। বিশ্বকাপের আগে আমরা ৮০ শতাংশ ম্যাচ জিতেছি। আমরা যদি ভয় পেয়ে খেলতাম তা হলে ওই ম্যাচগুলো জিতলাম কীভাবে?'

বিশ্বকাপের পর পর্যায়ক্রমে তিন ফরম্যাটের নেতৃত্ব হারান বিরাট কোহলি। তার জায়গা নেতৃত্ব পাওয়া রোহিত আরও বলেন, 'আমরা বিশ্বকাপে হেরেছি বলে এটা ঠিক নয় যে, আমরা ভয়ডরহীন ক্রিকেট খেলতে পারিনি। 

বিশ্বকাপের পর যে অনেক কিছু বদলে গেছে সেটাও কিন্তু নয়। আমরা ক্রিকেটারদের নিজের মতো খেলতে দিয়েছি। সেটা করলেই সেরা খেলাটা বেরিয়ে আসবে। এখন যে ধরনের ক্রিকেট আমরা খেলছি তাতে কিছু ম্যাচ হারব। তাই দলের বাইরের লোকজনের চুপ থাকাই ভালো।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে