শুক্রবার, ২৯ জুলাই, ২০২২, ১০:৩৯:১০

চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি: সোহান

চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি: সোহান

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাট টি-টোয়েন্টি মানেই মারমার কাটকাট ব্যাটিং। স্টেডিয়ামজুড়ে চার-ছক্কার ফুলঝুড়ি।  দুঃখজনক হলেও সত্য, বাংলাদেশ দলে এমন কোনো হার্ডহিটার নেই। এজন্য মাঝেমধ্যে শোনা যায় টেকনিক দিয়ে সেই দুর্বলতা ঘোচানোর কথা।

কিন্তু এতেও সফল নয় বাংলাদেশ। সর্বশেষ ১৩ ম্যাচে জয় মাত্র ১টি।  পাওয়ার হিটিংয়ের চাহিদা যখন মেটানো যাচ্ছে না, তখন নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলার ঘোষণা দিলেন নতুন টি-টোয়েন্টি অধিনায়ক নুরুল হাসান সোহান।

আগামীকাল শনিবার বিকাল ৫টা থেকে মাঠে গড়াবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। তার আগে আজ শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে নুরুল হাসান সোহান বলেন, 'জিনিসটা আলাদা। আমরা বাংলাদেশি, নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। 

অনেক দলই হয়তো পাওয়ার হিটিং ভালো পারে। তবে আমরা যদি স্মার্ট এবং সেনসিবল থাকি, ওভার বাউন্ডারি না হলেও বাউন্ডারি মারতে পারব। এখানে একটা সুযোগ বা আমাদের চাওয়া যে- নিজেদের ব্র্যান্ডের ক্রিকেট খেলতে চাই। অন্য দলগুলো কী করছে, তা নিয়ে অবশ্যই আমরা খুব বেশি চিন্তিত নই। নিজেদের ব্র্যান্ড তৈরি করতে চাই। '

বাংলাদেশি কোনো অধিনায়কের মুখে এমন কথা নতুন নয়। এর আগের অধিনায়কেরাও বলেছেন। এবারের দলটি পুরোটাই তারুণ্য নির্ভর। সিনিয়রদের কেউই এই দলে নেই। 

তামিম অবসর নিয়েছেন। সাকিব ছুটিতে। মাহমুদউল্লাহ-মুশফিককে পাঠানো হয়েছে বিশ্রামে।  তবু এই দলকে অনভিজ্ঞ বলতে নারাজ সোহান, 'অনভিজ্ঞ দল বলতে পারেন না। বেশির ভাগ ছেলেই ৬-৭ বছর ধরে খেলছে, ফলে আমরা যথেষ্ট অভিজ্ঞ। অভিজ্ঞরাও আছে। দল নিয়ে খুশি। চ্যালেঞ্জের মুখোমুখি হব, তবে সেটির জন্য প্রস্তুত আছি। '

তবে এবারের প্রতিপক্ষ জিম্বাবুয়ে হওয়ায় চাপ কিছুটা হলেও কম। সব ফরম্যাটেই এই দলটির বিপক্ষে বাংলাদেশের রেকর্ড ভালো। সর্বশেষ সফরে জিম্বাবুয়ের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। 

শেষ ম্যাচে তো ১৯৩ রান তাড়া করে জিতেছিল। এবারও সিরিজ জয়ের আকাঙ্ক্ষার কথাই শোনালেন বাংলাদেশ অধিনায়ক, 'অজুহাত দিতে চাই না। তিন ম্যাচের জন্য এসেছি। চ্যালেঞ্জ থাকবে, সেটি নিতে আগ্রহী। আশা করি, ভালো একটা সিরিজ হবে। তরুণ দল বলতে পারেন, (তবে) শিখতে আসিনি। চ্যালেঞ্জ থাকবে, জেতার জন্যই এসেছি। '

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে