শনিবার, ৩০ জুলাই, ২০২২, ০৩:৪২:৩৫

বাংলাদেশ-ভারত-পাকিস্তান একই গ্রুপে

বাংলাদেশ-ভারত-পাকিস্তান একই গ্রুপে

স্পোর্টস ডেস্ক: আগামী ৬ থেকে ১৯ সেপ্টেম্বর নেপালের কাঠমান্ডুতে হতে যাচ্ছে মেয়েদের সাফ চ্যাম্পিয়নশিপ। জাতীয় দলের অংশগ্রহণে এই টুর্নামেন্টের ড্র হয়ে গেলো আজ (শনিবার)। ড্র ভাগ্যে ‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে জায়গা হয়েছে বাংলাদেশের।

এছাড়া চতুর্থ দল হিসেবে রয়েছে মালদ্বীপ। ‘বি’ গ্রুপে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। আজ (শনিবার) বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে এই ড্র অনুষ্ঠান হয়েছে সাফের পরিচালনায়।

এই টুর্নামেন্টে এমনিতে পাঁচবারের চ্যাম্পিয়ন ভারত। এবার নিয়ে ষষ্ঠ আসর খেলতে যাচ্ছে তারা। নিষেধাজ্ঞা কাটিয়ে সাফ নারী চ্যাম্পিয়নশিপে ফিরেছে পাকিস্তান। 

তাই গ্রুপটি সহজ মনে করছেন না সাবিনারা। দলের কোচ গোলাম রব্বানী ছোটনের মতও একই। ড্রয়ের পর তিনি বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমাদের গ্রুপে ভারত ও পাকিস্তান রয়েছে। চার দল থাকায় ম্যাচ বেশি পাওয়া যাবে। তবে কঠিন লড়াই হবে। এখন আমাদের মেয়েরা ভালো করছে। আশা করছি, ফাইনালে যেতে পারবো।'

একই সঙ্গে সাফ অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের ড্রও হয়েছে। শ্রীলঙ্কার কলোম্বোতে আগামী আগামী ৫ থেকে ১৪ সেপ্টেম্বর হবে প্রতিযোগিতাটি। ড্রতে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অবস্থান। আরও রয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপ। 

এছাড়া ‘বি গ্রুপে রয়েছে ভারত,নেপাল ও ভুটান। দুটি টুর্নামেন্টেই গ্রুপ থেকে শীর্ষ দুটি দল খেলবে সেমিফাইনাল। এরপর হবে ফাইনাল।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে