শনিবার, ৩০ জুলাই, ২০২২, ০৬:০২:৫৬

১০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ যত

১০ ওভার শেষে জিম্বাবুয়ের সংগ্রহ যত

স্পোর্টস ডেস্ক: নুরুল হাসান সোহানের নেতৃত্বে মাঠে নেমেছে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের হারারেতে স্বাগতিকদের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টসে হেরে আগে বোলিং করছে টাইগাররা।

প্রথম ১০ ওভারে জিম্বাবুয়ে তুলেছে ৭৪ রান, হারিয়েছে দুই উইকেট। ওয়েসলি মাধেভেরে ২৭ ও শন উইলিয়ামস ১১ রানে ব্যাট করছেন।

জিম্বাবুয়ের ইনিংসের তৃতীয় ওভারে আক্রমণে এসেই ওপেনার রেগিস চাকাভাকে সাজঘরের পথ দেখান মুস্তাফিজুর রহমান। ১১ বলে ৮ রান করে ‘কাটার মাস্টার’কে তুলে মারতে গিয়ে নাজমুল হাসান শান্তর হাতে ধরা পরেন চাকাভা। দলীয় ৪৩ রানে ক্রেইগ আরভিন বোল্ড করেন ডানহাতি স্পিনার মোসাদ্দেক হোসেন সৈকত। জিম্বাবুয়ে অধিনায়কের ব্যাট থেকে এসেছে ১৮ বলে ২১ রান।

বাংলাদেশ একাদশ : লিটন দাস, এনামুল হক বিজয়, নাজমুল হোসেন শান্ত, মুনিম শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে একাদশ : রেগিস চাকাভা, ক্রেইগ আরভিন, ওয়েসলি মাধেভেরে, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, মিল্টন শুম্বা, রায়ান বার্ল, লোক জঙ্গয়ে, ওয়েলিংয়টন মাসাকাদজা, রিচার্ড এনগারভা ও টানাকা চিভাঙ্গা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে