শনিবার, ৩০ জুলাই, ২০২২, ০৯:১৮:১২

অল্পের জন্য হেরে গেল বাংলাদেশ!

অল্পের জন্য হেরে গেল বাংলাদেশ!

স্পোর্টস ডেস্ক: অল্পের জন্য হেরে গেল বাংলাদেশ! হারারেতে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিক জিম্বাবুয়ের কাছে মাত্র ১৭ রানে হেরেছে টাইগার বাহিনী।  জিম্বাবুয়ের দেয়া ২০৬ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ১৮৮ রানের সংগ্রহ করে টাইগাররা।

বড় টার্গেটে খেলতে নেমে শুরুতেই খেই হারান ওপেনার মুনিম শাহরিয়ার। তবে লিটন দাসের ঝড়ো ব্যাটিংয়ে পাওয়ার প্লেতে উড়ন্ত সূচনাই করে টিম টাইগার্স। ১৯ বলে ৬ বাউন্ডারিতে লিটনের রান তখন ৩২; ভূতুড়ে এক আউটে সাজঘরে এলকেডি। খেই হারানোর গল্পের শুরুটাও সেখানে। 

এনামুল হক বিজয় খেলেছেন ওয়ানডে মেজাজে। ২৭ বলে করেন ২৬ রান। দুই ওভার পর তরুণ ব্যাটার আফিফ হোসেনও ৮ বলে ১০ রান করে আউট। অধিনায়ক নুরুল হাসান সোহান উইকেটে আসার পর জয়ের আশা জাগে বাংলাদেশের। ১৫তম ওভারে ওয়েলিংটন মাসাকাদজাকে টানা দুই ছক্কা হাঁকান টাইগার দলপতি।

পরে খানিকটা ঝড়,  নাজমুল হোসেন শান্তর সঙ্গে ২০ বলে ৪০ রানের জুটি গড়েন সোহান। শান্ত পুল করতে গিয়ে বল সোজা আকাশে তোলেন। ২৫ বলে ৩ চার আর ১ ছক্কায় ৩৭ রানের ফেরেন শান্ত। মোসাদ্দেক বরাবরের মতো আজও ফ্লপ ১০ বলে করেছেন ১৩ রান।

টাইগাদের ছন্নছাড়া বোলিংয়ে টি-টোয়েন্টিতে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েসলি মাধভিরে এবং সিকান্দার রাজার ঝড়ো ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

বাংলাদেশের বিপক্ষে এর আগে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান ছিল ১৯৩। এবার সেটাকে ছাড়িয়ে গেছে তারা। আর নিজেদের ক্রিকেট ইতিহাসে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান ছিল ২৩৬, সিঙ্গাপুরের বিপক্ষে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে