রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১২:০৬:২২

ভবিষ্যৎ নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যেই মাঠে নামছেন রোনালদো

ভবিষ্যৎ নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যেই মাঠে নামছেন রোনালদো

স্পোর্টস ডেস্ক: ভবিষ্যৎ নিয়ে ঘোর অনিশ্চয়তার মধ্যেই ম্যানইউর জার্সিতে অবশেষে মাঠে নামছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ওল্ড ট্রাফোর্ডে আজ রায়ো ভায়েকানোর বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার কথা জানিয়েছেন পর্তুগিজ ফরোয়ার্ড নিজেই।

এবারের প্রাক-মৌসুম প্রস্তুতি পর্বে এখনো ম্যানইউর হয়ে মাঠে নামনেনি ৩৭ বছর বয়সি রোনালদো। ম্যানইউ চ্যাম্পিয়ন্স লিগের ট্রেন মিস করায় দলবদলের জন্য মরিয়া হয়ে উঠেছেন তিনি। ম্যানইউও তাকে ছাড়তে নারাজ। গত সপ্তাহে দীর্ঘ আলোচনার পরও দুই পক্ষই নিজেদের অবস্থানে অনড় ছিল। 

শেষ পর্যন্ত মিলছে বরফ গলার আভাস। নরওয়েতে কাল আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে প্রীতি ম্যাচের দলে না থাকলেও আজ আরেক স্প্যানিশ ক্লাব ভায়েকানোর বিপক্ষে খেলবেন রোনালদো। সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে তিনি লিখেছেন, ‘রোববার রাজা খেলবে।’

রোনালদোর ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা না কাটলেও তার মাঠে নামার ঘোষণাকে ওল্ড ট্রাফোর্ডে থেকে যাওয়ার বার্তা হিসাবে দেখছেন অনেকে। ফুটবলবোদ্ধাদের বড় দলগুলো তাকে দলে ভেড়াতে রাজি না হওয়ায় দলবদলের সিদ্ধান্ত নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে রোনালদোকে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে