রবিবার, ৩১ জুলাই, ২০২২, ০৬:০৬:৪৪

মোসাদ্দেক করলেন ক্যারিয়ার সেরা বোলিং, নিলেন ৫ উইকেট

মোসাদ্দেক করলেন ক্যারিয়ার সেরা বোলিং, নিলেন ৫ উইকেট

স্পোর্টস ডেস্ক: এক রাতের ব্যবধানে কত পরিবর্তন! জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ১টি উইকেট পেয়েছিলেন। রান দিয়েছিলেন সবচেয়ে কম, ২১। তবে দলকে হারতে হয়েছে। 

বাকি বোলাররা অকাতরে রান দেয়ার কারণে জিম্বাবুয়ে পেয়েছিল ৩ উইকেটে ২০৫ রানের পুঁজি। ১৭ রানে হারতে হয়েছিল বাংলাদেশকে।

দ্বিতীয় ম্যাচের শুরুতে একই চিত্র। টস হারতে হলো অধিনায়ক সোহানকে এবং যথারীতি ফিল্ডিং। এবার আগের ম্যাচের সবচেয়ে কম রান দেয়া মোসাদ্দেকের হাতেই প্রথম বল তুলে দিলেন অধিনায়ক। আস্থার প্রতিদানটা অক্ষরে অক্ষরে দিলেন বাংলাদেশের এই স্পিনিং অলরাউন্ডার।

ক্যারিয়ার সেরা বোলিংই নয় শুধু- ইলিয়াস সানি, মোস্তাফিজুর রহমান এবং সাকিব আল হাসানের পর চতুর্থ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে এক ইনিংসে ৫ উইকেট শিকারী বোলা হয়ে গেলেন মোসাদ্দেক। এর আগে তার সেরা বোলিং ছিল ২১ রানে ২ উইকেট।

১৯ টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছিলেন মোটে ৭ উইকেট। সেখানে আজ এক ম্যাচেই ২০ রান দিয়ে নিলেন ৫ উইকেট। ৪ ওভারের কোটা শেষ করার পর মোসাদ্দেকের নামের পাশে শোভা পাচ্ছে ৪-০-২০-৫।

প্রথম বলেই উইকেট নিয়েছিলেন। নুরুল হাসান সোহানের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন রেগিস চাকাভাকে। অফ স্ট্যাম্পের অনেক বাইরের বল। কাট করতে গিয়ে নিজেই কট হয়ে গেলেন চাকাভা। মোসাদ্দেকের উইকেট শিকার শুরু তখন থেকেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে