রবিবার, ৩১ জুলাই, ২০২২, ০৬:১৩:৫৬

পান বিক্রেতার ছেলের হাত ধরেই কমনওয়েলথে প্রথম পদক

পান বিক্রেতার ছেলের হাত ধরেই কমনওয়েলথে প্রথম পদক

স্পোর্টস ডেস্ক: প্রত্যাশামতো পারফর্ম করতে পারেননি। চোট কেড়ে নিয়েছে সোনা জয়ের স্বপ্ন। কমনওয়েলথ গেমসে ভারতের হয়ে প্রথম পদক পেয়েও তাই সন্তুষ্ট হতে পারছেন না বাইশ বছরের মারাঠী যুবক সংকেত সারগর। যার হাত ধরে পুরুষদের ভারোত্তোলনে প্রথম পদক এল ভারতের ঝুলিতে।

২২ বছর বয়সি সংকেতের জন্ম ভারতের মহারাষ্ট্রের সাংলিতে। বাবার পানের দোকান আছে। পরিবার স্বচ্ছল নয় মোটেই। তবু ভারোত্তোলনে সেরা হওয়ার স্বপ্ন দেখেছিলেন বাইশের মারাঠী যুবক। আসলে ভারোত্তোলন ভারতে তেমন পরিচিত খেলা না হলেও সাংলিতে এর ভালই চল আছে। 

সেখানে সব ছোটরাই কমবেশি ভারোত্তোলন করে। সেই মতো মাত্র ১৩ বছর বয়সে ভারোত্তোলনে হাতেখড়ি হয় সংকেতেরও। সাফল্য পেতে দেরি হয়নি। ২০২০ সালে সিনিয়রদের জাতীয় চ্যাম্পিয়নশিপে সোনা জেতেন তিনি। সেবছর ইন্ডিয়া গেমসেও সোনা পান।

সংকেত ৩ বারের জাতীয় চ্যাম্পিয়ন। জাতীয় রেকর্ডও তারই দখলে রয়েছে। গত বছর সিঙ্গাপুরে ভারোত্তোলন প্রতিযোগিতায় মোট ২৫৬ কেজি ওজন তুলে জাতীয় রেকর্ড গড়েন। আশা ছিল কমনওয়েলথেও সেই সংখ্যাটা ছুঁয়ে ফেলবেন। সেটা পারলেই অবশ্য চ্যাম্পিয়ন হয়ে যেতে পারতেন তিনি। 

তবে ক্লিন এবং জার্ক বিভাগে ওজন তুলতে গিয়ে চোট পান। সেই চোট নিয়েও পরে ১৩৯ কেজি তোলার চেষ্টা করেন। সাফল্য না পেলেও তার সাহসিকতায় মুগ্ধ সবাই। খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে গোটা ভারতের ক্রীড়া মহল তার প্রশংসায় পঞ্চমুখ। শুভেচ্ছার বন্যায় ভাসছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে