রবিবার, ৩১ জুলাই, ২০২২, ১০:২০:১৭

বাংলাদেশ ৯, ভারত ৬

বাংলাদেশ ৯, ভারত ৬

স্পোর্টস ডেস্ক: অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে টানা তিন ম্যাচ জিতেও ফাইনাল নিশ্চিত হয়নি বাংলাদেশের। শেষ ম্যাচের আগেই একটা সুযোগ উঁকি দিয়েছিল। 

কিন্তু আজ (রবিবার) নেপালকে ৮-০ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশের অপেক্ষা বাড়িয়েছে ভারত। ফাইনাল খেলতে হলে গ্রুপ পর্বের শেষ ম্যাচে অন্তত এক পয়েন্ট দরকার বাংলাদেশের।

২ আগস্ট বাংলাদেশের প্রতিপক্ষ আরেক ফাইনাল প্রত্যাশী নেপাল। নেপালের কাছে হারলেও বাংলাদেশের সুযোগ থাকবে ফাইনাল খেলার। একই দিন ভারত যদি মালদ্বীপের কাছে পয়েন্ট হারায়, তবে ফাইনালে চলে যাবে বাংলাদেশ ও নেপাল। 

তাই ভারত যদি জিতে যায়, তবে তিন দলেরই পয়েন্ট হবে সমান ৯ করে। তখন একে অপরের বিপক্ষে ম্যাচের ফল হিসাব করা হবে। মুখোমুখি দেখাতেও যদি সমান থাকে তাহলে গোল ব্যবধানে দুই ফাইনালিস্ট নির্ধারণ করা হবে। নেপালকে বড় ব্যবধানে হারিয়ে নিজেদের গোল ব্যবধান বাড়িয়ে নিল ভারত। বাংলাদেশের গোল ব্যবধান (+৫)।

তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত এবং একই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে নেপাল। ইতিমধ্যে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হয়েছে শ্রীলঙ্কা ও মালদ্বীপের।

শ্রীলঙ্কাকে ১-০ গোলে হারিয়ে আসর শুরু করে বাংলাদেশের যুবারা। দ্বিতীয় ম্যাচে পিয়াস আহমেদ নোভার জোড়া গোলে স্বাগতিক ভারতকে ২-১ এবং তৃতীয় ম্যাচে মিরাজুলের হ্যাটট্রিকে মালদ্বীপকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেয় বাংলাদেশ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে