সোমবার, ০১ আগস্ট, ২০২২, ০৪:৫১:৪৩

চিরশত্রু পাকিস্তানের রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ ভারতের সামনে

চিরশত্রু পাকিস্তানের রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ ভারতের সামনে

স্পোর্টস ডেস্ক: ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে চিরশত্রু পাকিস্তানের একটি রেকর্ড ছুঁয়ে ফেলার সুযোগ এসেছে ভারতের সামনে। আজ সোমবার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে উইন্ডিজকে হারালেই বাবর আজমদের গড়া রেকর্ড স্পর্শ করবেন রোহিত শর্মারা। উইন্ডিজের বিপক্ষে সবচেয়ে বেশি টি-টোয়েন্টি জয়ের সংখ্যায় দুই দলই একই অবস্থানে চলে আসবে।

উইন্ডিজের বিপক্ষে এখনো পর্যন্ত ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে ভারত। অন্যদিকে নিকোলাস পুরানদের বিপক্ষে সবচেয়ে বেশি ১৫টি টি-টোয়েন্টি ম্যাচ জিতেছে পাকিস্তান। 

সোমবার উইন্ডিজকে হারালে পাকিস্তানের রেকর্ড ছুঁয়ে ফেলবে ভারত। উইন্ডিজের বিপক্ষে শেষ ১৩ টি-টোয়েন্টি ম্যাচে ভারত হেরেছে মাত্র একবার। সেটাও ২০১৭ সালের জুলাই মাসে।

সব মিলিয়ে ২১টি ম্যাচের মধ্যে ১৪টি ম্যাচে জিতেছে ভারত। অন্যদিকে পাকিস্তান উইন্ডিজের বিপক্ষে ২১টি ম্যাচের মধ্যে ১৫টি ম্যাচে জিতেছে।

উল্লেখ্য, উইন্ডিজকে তাদের ঘরের মাঠে ওয়ানডে সিরিজে ধোলাই করার পর টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারিয়েছে ভারত। সিরিজের আরো চার ম্যাচ বাকি। প্রথম ম্যাচে হারলেও সিরিজে ফেরা নিয়ে আশাবাদী উইন্ডিজের অধিনায়ক পুরান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে