সোমবার, ০১ আগস্ট, ২০২২, ০৬:১০:২০

শক্তি বাড়ল বাংলাদেশ দলের, অবশেষে যাকে অধিনায়ক করা হলো

শক্তি বাড়ল বাংলাদেশ দলের, অবশেষে যাকে অধিনায়ক করা হলো

স্পোর্টস ডেস্ক: ইনজুরিতে ছিটকে যাওয়া অধিনায়ক নুরুল হাসান সোহানের পরিবর্তে জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মোসাদ্দেক হোসেন সৈকত। এছাড়া সোহানের পরিবর্তে দলে নেয়া হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদকে। আর এতে শক্তি বাড়ল বাংলাদেশ দলের। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।

নুরুল হাসান সোহানের আঙ্গুলে ইনজুরি। যে কারণে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েছেন তিনি। সোহানের ছিটকে পড়ার পর সবার মনে প্রথম যে প্রশ্নটি উদয় হলো, সেটা হচ্ছে- জিম্বাবুয়ের বিপক্ষে শেষ টি-টোয়েন্টি ম্যাচে অধিনায়ক হচ্ছেন কে?

গুঞ্জন শোনা যাচ্ছিল, নুরুল হাসান সোহানের পরিবর্তে অধিনায়ক হতে পারেন লিটন দাসই। যদিও সোহানের সহকারী হিসেবে আগেই কারো নাম ঘোষণা করা ছিল না। এ কারণে জ্বল্পনা-কল্পনার ঢাল-পালা গজাচ্ছিল বেশি। লিটনের নাম আসার কারণ, গত বছর নিউজিল্যান্ডে মাহমুদউল্লাহর পরিবর্তে তিনি এক ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন দলকে।

তবে, চলতি সিরিজের অন্যতম সেরা পারফরমার মোসাদ্দেক হোসেনকে অধিনায়ক হিসেবে বেছে নেয়ার ক্ষেত্রে ঘরোয়া ক্রিকেটে আবাহনীর মত দলকে নেতৃত্ব দেয়ার অভিজ্ঞতাকেই হয়তো গুরুত্ব দেয়া হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে