সোমবার, ০১ আগস্ট, ২০২২, ০৮:১৩:১০

ধোনির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করলেন হরমনপ্রীত!

ধোনির রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করলেন হরমনপ্রীত!

স্পোর্টস ডেস্ক: বার্মিংহামে চলমান কমনওয়েলথ গেমসে গতকাল রবিবার পাকিস্তানকে গুঁড়িয়ে প্রথম জয় পেয়েছে ভারত। একই ম্যাচে রেকর্ড গড়েছেন ভারত অধিনায়ক হরমনপ্রীত কৌর।  ধোনির সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস সৃষ্টি করলেন হরমনপ্রীত! 

নারী-পুরুষ মিলিয়ে টি-টোয়েন্টি অধিনায়ক হিসাবে হরমনপ্রীতের অধীনেই সবচেয়ে বেশি ম্যাচ জিতেছে ভারত। পেছনে পড়ে গেলেন ভারতের পুরুষ দলের সাবেক সফলতম অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

ভারতকে ৭১টি টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন হরমনপ্রীত। জিতেছেন ৪২টি ম্যাচ। হেরেছেন ২৬টিতে। তিনটি ম্যাচে কোনো ফলাফল হয়নি। 

অন্যদিকে অধিনায়ক হিসেবে ৪১টি ম্যাচ জিতেছেন মহেন্দ্র সিং ধোনি। ভারতীয়দের মধ্যে তারই টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড ছিল। সেই রেকর্ড ভেঙে দিলেন হরমনপ্রীত।

প্রসঙ্গত, টি-টোয়েন্টিতে বিরাট কোহলির অধীনে ৩১টি এবং রোহিত শর্মার অধীনে ২৭টি ম্যাচে জিতেছে ভারত। মেয়েদের টি-টোয়েন্টিতে ম্যাচ জয়ের দিক দিয়ে সারা বিশ্বে হরমনপ্রীত অবশ্য তিন নম্বরে আছেন। 

অধিনায়ক হিসাবে সবচেয়ে বেশি ম্যাচে জিতেছেন ইংল্যান্ডের শার্লট এডওয়ার্ডস (৬৮)। তারপর আছেন অস্ট্রেলিয়ার মেগ ল্যানিং (৬৪)।  

ভারতীয় নারী ক্রিকেট দলের পেসার ঝুলন গোস্বামী থাকবেন লিগের শুভেচ্ছাদূতদের মধ্যে একজন হিসেবে। থাকবেন বলিউডের ‘শাহেনশাহ’ অমিতাভ বচ্চনও।

ভারতের সাবেক ক্রিকেটার, কোচ ও জনপ্রিয় ধারাভাষ্যকার রবি শাস্ত্রী পেয়েছেন লিগ কমিশনারের দায়িত্ব। এছাড়া এপেক্স কাউন্সিলের সদস্য হিসেবে থাকবেন পাকিস্তানের কিংবদিন্ত পেসার ওয়াসিম আকরাম।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে