সোমবার, ০১ আগস্ট, ২০২২, ১১:২৪:১৮

নিশ্চয় এটি মাশরাফির জীবনে আরেকটি বড় পাওয়া!

নিশ্চয় এটি মাশরাফির জীবনে আরেকটি বড় পাওয়া!

স্পোর্টস ডেস্ক: লিজেন্ডস লিগ ক্রিকেটে (এলএলসি) খেলবেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। এখন পর্যন্ত ৫৩ জনের তালিকা করেছে লিগ কমিটি, তাতে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে আছেন মাশরাফি।

প্রায় সাত বছর পর প্রতিযোগিতামূলক ক্রিকেট ম্যাচে দেখা যাবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সভাপতি ও সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলিকেও।

লিজেন্ডস লিগে সৌরভ ছাড়াও মাশরাফি খেলবেন ইয়ন মরগ্যান, বীরেন্দ্রর শেবাগ, মুত্তিয়া মুরালিধরন, জ্যাক ক্যালিস, মিসবাহ উল হক, জন্টি রোডস, ব্রেট লি, শেন ওয়াটসন, রস টেলর, ডেল স্টেইনদের মতো কিংবদন্তিদের সঙ্গে। নিশ্চয় এটি মাশরাফির জীবনে আরেকটি বড় পাওয়া!

টুর্নামেন্টের দ্বিতীয় আসর শুরু হবে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে, চলবে ৮ অক্টোবর পর্যন্ত। ভারতের পাঁচটি শহরে হবে এই টুর্নামেন্ট। খেলা হবে সম্ভবত কলকাতা, লখনৌ, দিল্লি, যোধপুর এবং কাটাক ও রাজকোটের মধ্যে একটি শহরে।

ক্রিকইনফোর প্রতিবেদন থেকে জানা গেছে, এই লিগে পাকিস্তানি ক্রিকেটাররাও থাকবেন, তবে তাদের খেলা নির্ভর করছে ভারতীয় সরকারের অনুমোদনের ওপর।

লিগে মোট তিনটি দল খেলবে। চলতি বছরে জানুয়ারিতে প্রথম মৌসুমে দল তিনটি ছিল-ইন্ডিয়া মহারাজাস, ওয়ার্ল্ড জায়ান্টস এবং এশিয়া লায়ন্স। ম্যাচ হয়েছিল সাতটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে