মঙ্গলবার, ০২ আগস্ট, ২০২২, ০১:৪৯:২৭

সরকারি ফুটবল সংস্থায় বিরিয়ানির বিল ৫১ লাখ টাকা!

সরকারি ফুটবল সংস্থায় বিরিয়ানির বিল ৫১ লাখ টাকা!

স্পোর্টস ডেস্ক: বিরিয়ানির ভুয়া বিল বানিয়ে মোটা অঙ্কের অর্থ লোপাটের ঘটনা ঘটেছে ভারতে। দেশটির সরকারি জম্মু এবং কাশ্মীর ফুটবল সংস্থায় (জেকেএফএ) অদ্ভুত এই দুর্নীতির খবর প্রকাশ্যে এসেছে। 

সম্প্রতি সংস্থাটির আর্থিক বিবরণী প্রকাশের পর জানা গেছে, বিরিয়ানির বিল বাবদ এক রেস্তোরাঁকেই ৪৩ লাখ রুপি, বাংলাদেশি মুদ্রায় যা ৫১ লাখ টাকারও বেশি। জম্মু এবং কাশ্মীরের দুর্নীতিবিরোধী শাখার অনুসন্ধানে বেরিয়ে এসেছে এই তথ্য।

অনুসন্ধানের তথ্যানুযায়ী, যে বিরিয়ানির জন্য এত বড় অঙ্কের অর্থ শোধ করা হয়, সে বিরিয়ানি নাকি আসলে কারো পেটেই যায়নি, পুরো লেনদেনই ভুয়া। আর্থিক দুর্নীতির দায়ে এরই মধ্যে জেকেএফএ’র বিরুদ্ধে মামলা ঠুকে দিয়েছে দুর্নীতিবিরোধী শাখা। 

জেকেএফএ’র সভাপতি জামির ঠাকুর, কোষাধ্যক্ষ এসএস বান্টি, মুখ্য কর্তা এস এ হামিদ এবং সদস্য ফায়াজ আহমেদসহ আরও বেশ কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে। সেখানকার প্রখ্যাত ফুটবলার আব্দুল খালিক ভাটের ছেলে মুস্তাক আহমেদ ভাট প্রথম এই দুর্নীতির বিষয়টি সামনে নিয়ে আসেন। 

অনুসন্ধানে দেখা গিয়েছে, প্রদেশের ফুটবলের উন্নতি এবং ম্যাচ আয়োজনের জন্য জম্মু এবং কাশ্মীর স্পোর্টস কাউন্সিল থেকে প্রায় ৬০ লাখ টাকা পেয়েছিল জেকেএফএ। খেলো ইন্ডিয়া এবং মুফতি মেমোরিয়াল গোল্ড কাপের মতো টুর্নামেন্টে ব্যবহারের জন্য সে অর্থ বরাদ্দ করা হয়েছিল। 

সেই তহবিলের বেশিরভাগ টাকারই অপব্যবহার করার অভিযোগ রয়েছে জেকেএফএ’র বিরুদ্ধে। জম্মু এবং কাশ্মীরের ফুটবল দলগুলোকে বিরিয়ানি খাওয়ানোর খরচ বাবদ শ্রীনগরের এক রেস্তোরাঁকে ৫১ লাখ ৬৮ হাজার ১০৬ টাকা। তবে অনুসন্ধানে উঠে এসেছে, কোনো দলই বিরিয়ানি পায়নি। খরচের যে বিল দেখানো হয়েছে তা সম্পূর্ণ ভুয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে