মঙ্গলবার, ০২ আগস্ট, ২০২২, ০৮:২০:৪৮

এশিয়া কাপ ২০২২ এর সূচি প্রকাশ

এশিয়া কাপ ২০২২ এর সূচি প্রকাশ

স্পোর্টস ডেস্ক: শ্রীলঙ্কার আয়োজনে সংযুক্ত আরব আমিরাতে বসতে যাওয়া এশিয়া কাপ ২০২২ এর সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এসিসি। টি-টোয়েন্টি ফরম্যাটে হতে যাওয়া এবারের এশিয়া কাপের পর্দা উঠবে ২৭ আগস্ট। ফাইনাল ম্যাচ দিয়ে আসর শেষ হবে ১১ সেপ্টেম্বর।

সব মিলিয়ে এই টুর্নামেন্ট চলবে ১৬ দিন। দুবাই ও শারজাহতে হবে মোট ১৩ টি ম্যাচ। গ্রুপ পর্বে ৬ টি ম্যাচ, সুপার ফোরে ৬ টি ম্যাচ ও ফাইনাল। যেখানে মোট ৬টি দল অংশগ্রহণ করবে। যার মধ্যে বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান এবং আফগানিস্তান সরাসরি খেলবে মূল পর্বে, সঙ্গে থাকবে একটি বাছাইপর্বের দল। 

‘এ’ গ্রুপে ভারত ও পাকিস্তানের সঙ্গে যুক্ত হবে কোয়ালিফায়ার এক দল। ‘বি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এর আগে ২০১৮ এশিয়া কাপেও বাংলাদেশের গ্রুপসঙ্গী ছিল এই দুই দলই। 

দুই গ্রুপের সেরা দুই দল খেলবে সুপার ফোরে। যেখানে প্রতিটি দল অন্য দলগুলোর মুখোমুখি হবে একবার করে। এশিয়া কাপের জন্য বাছাইপর্বের ম্যাচ শুরু হবে ২১ আগস্ট শুরু হবে।

হংকং, কুয়েত, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব-আমিরাত এই প্রতিযোগিতায় অংশ নেবে। এবারের এশিয়া কাপ সংযুক্ত আরব আমিরাতে হলেও আয়োজকের মর্যাদা থাকছে শ্রীলঙ্কা ক্রিকেটেরই।

এশিয়া কাপ ২০২২ এর সূচি- গ্রুপপর্ব: শ্রীলঙ্কা - আফগানিস্তান (গ্রুপ বি)- ২৭ আগস্ট, দুবাই, ভারত - পাকিস্তান ( গ্রুপ এ)- ২৮ আগস্ট, দুবাই, বাংলাদেশ - আফগানিস্তান (গ্রুপ বি)- ৩০ আগস্ট, শারজাহ, ভারত - বাছাইপর্ব পেরোনো দল (গ্রুপ এ)- ৩১ আগস্ট, দুবাই, শ্রীলঙ্কা - বাংলাদেশ (গ্রুপ বি)- ১ সেপ্টেম্বর, দুবাই, পাকিস্তান - বাছাইপর্ব পেরোনো দল (গ্রুপ এ)- ২ সেপ্টেম্বর, শারজাহ

সুপার ফোর: বি১ - বি২- ৩ সেপ্টেম্বর, শারজাহ, এ১ - এ২- ৪ সেপ্টেম্বর, দুবাই, এ১ - বি১- ৬ সেপ্টেম্বর, দুবাই, এ২ - বি২- ৭ সেপ্টেম্বর, দুবাই, এ১ - বি২- ৮ সেপ্টেম্বর, দুবাই, বি১ - এ২- ৯ সেপ্টেম্বর, দুবাই

ফাইনাল: ১১ সেপ্টেম্বর- দুবাই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে