বুধবার, ০৩ আগস্ট, ২০২২, ০৫:০৭:৪৩

এটার ওপর নির্ভর করছে এশিয়া কাপে খেলা: সোহান

এটার ওপর নির্ভর করছে এশিয়া কাপে খেলা: সোহান

স্পোর্টস ডেস্ক: শেষ ম্যাচ আঙ্গুলে ব্যাথা পেয়ে মাঠের বাইরে ছিটকে পড়েন নুরুল হাসান সোহান। টি-টোয়েন্টির সিরিজ নির্ধারণী ম্যাচ খেলতে পারেননি। আর ওয়ানডে সিরিজ খেলাও সম্ভব নয়। ফলে দেশে ফিরেছেন তিনি। 

মঙ্গলবার রাতে জিম্বাবুয়ে থেকে দেশে ফিরে এসেছেন টি-টোয়েন্টি অধিনায়ক সোহান। ইনজুরি কী অবস্থা? কবে নাগাদ মাঠে ফিরতে পারেন? এ প্রশ্নের জবাব দিয়েছেন তিনি। জানিয়েছেন, এশিয়া কাপেই মাঠে ফেরার আশায় আছেন। 

সোহান বলেন, ‘ইনশাআল্লাহ, আশা করি এশিয়া কাপের আগে সেরে উঠব। কাল একটা এপয়েন্টমেন্ট আছে (ডাক্তারের সাথে)। এটার ওপর নির্ভর করছে এশিয়া কাপে খেলা। ইনশাআল্লাহ ৩ সপ্তাহের মধ্যে সেরে উঠব। ফ্র্যাকচার আছে, হাঁড় একটু সরে গেছে। আজ গতকালের (সোমবার) চেয়ে একটু ভালো।’

জিম্বাবুয়ের কাছে টি টোয়েন্টি সিরিজ পরাজয় কি এশিয়া কাপে কোন নেতিবাচক প্রতিক্রিয়া ফেলবে? সোহানের ব্যাখ্যা, ‘এশিয়া কাপের এখনও সময় আছে। ভিন্ন একটা টুর্নামেন্ট। মনে হয় না ওরকম প্রভাব ফেলবে না।’

এশিয়া কাপে টিম বাংলাদেশের সম্ভাবনা কতটা? তার আগে কি করনীয়? জানতে চাওয়া হলে সোহানের উত্তর, ‘টি-টোয়েন্টিতে আমাদের উন্নতির অনেক জায়গা আছে। উন্নতির জায়গায় মনোযোগ দিতে হবে যাতে এশিয়া কাপ ও বিশ্বকাপে ভালো করতে পারি।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে