বুধবার, ০৩ আগস্ট, ২০২২, ০৬:১৪:০৭

টুইটারে সবচেয়ে বেশি গালি খান যে দুই ফুটবলার

টুইটারে সবচেয়ে বেশি গালি খান যে দুই ফুটবলার

স্পোর্টস ডেস্ক: ক্রিশ্চিয়ানো রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকেই আছেন আলোচনায়৷ নিজে পারফর্ম করলেও গেল মৌসুমে ভালো করতে পারেনি তার দল৷ ফলে তার কাঁধেও এর দায় চাপিয়ে দিচ্ছেন অনেকেই।

ইউনাইটেডে যোগ দেওয়া, এরপর দলের বাজে পারফর্ম্যান্সের কারণে তিনি রীতিমতো গালিগালাজেরও শিকার হয়েছেন। সম্প্রতি এক গবেষণায় উঠে এসেছে, টুইটারে সবচেয়ে বেশি গালিগালাজ করা হয়েছে তাকে, সঙ্গে আছেন তাদের ইউনাইটেড অধিনায়ক হ্যারি ম্যাগুয়েরও। 

ব্রিটিশ মিডিয়া রেগুলেটরি প্রতিষ্ঠান অফকম সম্প্রতি এই খবর জানিয়েছে। তাদের গবেষণায় আনা হয়েছিল মৌসুমের প্রথম ভাগের ২৩ লাখ টুইট। সেখানে উঠে এসেছে ৬০ হাজারেরও বেশি গালিগালাজ করা টুইট। সেই সব গালিগালাজের অর্ধেকেরও বেশি করা হয়েছে ১২ জন খেলোয়াড়কে, তার আটজনই ইউনাইটেডের ফুটবলার।

গবেষণার জন্য টুইটারকে বেছে নেওয়া হয়েছিল, কারণ খেলোয়াড়দের মধ্যে এই সামাজিক যোগাযোগ মাধ্যমই বেশি জনপ্রিয়, আর গবেষণার জন্য টুইটারের তথ্যই সবচেয়ে বেশি সহজলভ্য। 

অফকমের কর্মকর্তা কেভিন বাখার্স্ট বলেন, ‘এই গবেষণার ফলাফল সুন্দর খেলাটার কুৎসিত দিকটা তুলে ধরেছে। অনলাইনে বাজে ব্যবহারের কোনো জায়গা খেলাধুলায় নেই, এমনকি বৃহত্তর সমাজেও নেই। একে দমন করতে দলীয় চেষ্টা প্রয়োজন।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে