বুধবার, ০৩ আগস্ট, ২০২২, ১০:৩২:৪১

এত অল্প বলে ৭৬ রান করলেন সূর্যকুমার! টপকে গেলেন পন্থকেও!

এত অল্প বলে ৭৬ রান করলেন সূর্যকুমার! টপকে গেলেন পন্থকেও!

স্পোর্টস ডেস্ক: T20 রোহিত শর্মা চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর t20-তে ভারতের হাল ধরেন সূর্যকুমার যাদব, ৪৪ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। ভারতের জয় নিশ্চিত করেন সূর্য। ২০১৯ সালে পন্থ ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। এবার তৃতীয় ম্যাচেই সেই পন্থের সেই রেকর্ড ভেঙে দিলেন সূর্যকুমার। জেনে নিন বিস্তারিত...

মিডল অর্ডার থেকে ওপেনার হিসেবে সূর্যকুমার যাদবকে আনায় অনেকে প্রশ্ন তুলেছিলেন এই সিদ্ধান্ত নিয়ে। দ্বিতীয় ম্যাচে সূর্যকুমার ব্যর্থও হয়েছিলেন। কিন্তু তৃতীয় ম্যাচে তিনি দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছেন।

রোহিত শর্মা চোট পেয়ে বেরিয়ে যাওয়ার পর দলের হাল ধরেন তিনি। এত অল্প বলে তাও মাত্র ৪৪ বলে ৭৬ রানের ঝকঝকে ইনিংস খেলেন। এরসঙ্গে তিনি রান করার দিক থেকে ঋষভ পন্থকে টপকে যান।

বর্তমানে সূর্যকুমার যাদব ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে একটি ম্যাচে টি-২০ তে সবথেকে বেশি রান করা ভারতীয় ক্রিকেটার। এতদিন এই তালিকায় শীর্ষে ছিলেন ঋষভ পন্থ। ২০১৯ সালে পন্থ ৬৫ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন। 

এবার তৃতীয় ম্যাচে সূর্যকুমার যাদব করলেন ৪৪ বলে ৭৬ রান। টপকে গেলেন পন্থকে। রোহিত শর্মা বেরিয়ে যাওয়ার পর দলকে ভালো শুরু দেওয়ার দরকার ছিল, যেটা শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) সঙ্গে জুটি বেঁধে দিয়েছেন সূর্যকুমার যাদব। ম্যাচ শেষে রোহিত এই পার্টনারশিপের প্রশংসাও করেন।

ভারতের অধিনায়ক বলেন বলেন, “৩০ বা ৪০ রান ভালো কিন্তু যখন ৭০ বা ৮০ রান হয়ে যায় এবং শতরানও হয় তখন সেটা দলের জন্য হয়। আইয়ারের সঙ্গে ও ভালো পার্টনারশিপ করেছে। যখন রান তাড়া করছে তখন যা কিছু তাই হতে পারে। এটা সহজ লক্ষ্যমাত্রা ছিল না এবং পিচে বোলারদের জন্য সুবিধা ছিল না। ফলে সঠিক বলে সঠিক শর্ট নেওয়া আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল।”

এই ম্যাচে জয়ের ফলে ৫ ম্যাচের সিরিজ ভারত ১-২ তে এগিয়ে গেল। এবার পরের দুটো ম্যাচ রয়েছে ৬ ও ৭ অগস্ট। তবে এই দুই ম্যাচে ভেন্যু নিয়ে সমস্যা এখনও রয়েছে। মার্কিন ভিসা পায়নি দুই দলের সদস্যরা। সেক্ষেত্রে ভেন্যু পরিবর্তন হতে পারে। 

যদিও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ ভিসার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। চলতি সিরিজে একাধিক সমস্যা দেখা দিয়েছে। এক যদি হয় ভিসা সমস্যা তাহলে দ্বিতীয় ম্যাচের সময়ে লাগেজ না পৌঁছনোটাও বড় সমস্যা। 

যার জেরে প্লেয়ারদের অন্যের জার্সি পরে মাঠে নামতে হয়। খেলাও শুরু হয় দেরিতে। সব মিলিয়ে চলতি সিরিজে আয়োজনে একাধিক ত্রুটি লক্ষ্য করা গেছে। এই ম্যাচেই দুর্দান্ত ফর্মে ছিলেন হার্দিক পান্ডিয়াও, ভারতের হয়ে হার্দিক হলেন ষষ্ঠ বোলার যিনি টি-২০ তে ৫০টা উইকেট নিলেন। এছাড়াও তিনি নেন ওপেনার ব্র্যান্ডন কিংয়ের উইকেট।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে