বুধবার, ০৩ আগস্ট, ২০২২, ১১:২৬:৫৬

এমন হারে যাদের উপর সমস্ত দোষ চাপালেন সুজন

এমন হারে যাদের উপর সমস্ত দোষ চাপালেন সুজন

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজ হারে ভীষণ হতাশ হয়েছেন জাতীয় ক্রিকেট দলের টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সফরে যাওয়ার আগে যিনি বলেছিলেন ধোলাই হলেও হতাশ হবেন না, সেই সুজন ২-১ ব্যবধানে সিরিজ হারের পর বললেন, 'আমি খুব হতাশ'। সেইসঙ্গে তিনি ম্যাচ হারের সমস্ত দোষ ক্রিকেটারদের ওপরই চাপিয়েছেন।

আজ বুধবার জিম্বাবুয়ের হারারেতে সাংবাদিকদের সুজন বলেন, 'আমরা বারবার বলি, নিজেদের ভুল থেকে শিক্ষা নিতে। কিন্তু আমরা কবে সে শিক্ষাটা নেব? আমি সম্পূর্ণ দোষ দেব ক্রিকেটারদের। তাদের প্রয়োগ সম্পূর্ণ ভুল ছিল।  

ছেলেদের মধ্যে ভয়ের একটা ব্যাপার কাজ করে। আমি বলব, ভীতি নিয়ে খেললে এই সংস্করণে জেতা খুবই কঠিন। আমার মনে হয়, ব‍্যাটিংয়ে ভয়টা থাকছে, বোলিংয়ে ভয়টা থাকছে। তরুণ দলের যেভাবে ফিল্ডিং করা উচিত, সেটাও হয়নি। প্রতিটি ম্যাচেই ক‍্যাচ মিস হয়েছে, মিস ফিল্ডিং তো হয়েছেই। '

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার তৃতীয় ম্যাচে ১৫৬ রান তাড়ায় নেমে ১০ রানের হারে সিরিজ খোয়ায় বাংলাদেশ। সুজন বলেন, 'কোচরা যতই কোচিং করাক, আমি খুব কাছ থেকে তো দেখি, মাঠে কাজে না লাগাতে পারলে তো লাভ হচ্ছে না। 

অনুশীলনে ঠিকই ক্যাচ ধরছে, মাঠে চাপের জন্য পারছে না। এই চাপ থেকে ওদেরই বের হয়ে আসতে হবে। ওরা সকল সুযোগ-সুবিধা পাচ্ছে। তারা না পারলে আমরা বলব, তাদের সক্ষমতা নেই। তারা পেশাদার খেলোয়াড়। এখন তাদেরই বের হয়ে আসতে হবে এখান থেকে। '

সুজন আরও বলেন, 'আমরা জানি যে, ওভারে আমাদের ১০-১২ রান করে লাগবে। কেউ দেখলাম না যে, একটা ছয় মারার চেষ্টা করছে। সবাই ২-১ করে নিচ্ছে। আমি যদি ওইভাবে বলি, একটা স্কোর করে নিজের জায়গাটা ঠিক রাখলাম, এটা কী ওই ধরনের কিছু কি না, আমি ঠিক জানি না। 

আপনি যদি ১০০ স্ট্রাইক রেটে খেলেন, তাহলে এখানে রান তাড়া করে জিততে পারবেন না। তারা জানে যে তাদের জায়গা নিয়ে এত কাড়াকাড়ি নেই। তাদের ঠিকঠাক সুযোগ দেওয়া হচ্ছে। এমন অবস্থায় তো মন খুলে খেলা উচিত। আমি ওই মন খুলে খেলাটা দেখতে পাচ্ছি না।'

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে