বৃহস্পতিবার, ০৪ আগস্ট, ২০২২, ০১:৩৩:২৪

মেসি কি তার রেকর্ড ভাঙতে পারবেন? মজার উত্তর দিলেন আলভেজ

মেসি কি তার রেকর্ড ভাঙতে পারবেন? মজার উত্তর দিলেন আলভেজ

স্পোর্টস ডেস্ক: সম্প্রতি বার্সেলোনায় নিজের ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়ের সমাপ্তি ঘটিয়েছেন ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ। এরপর তার ভবিষ্যত নিয়ে নানান কথা শোনা গেছে। যদিও তার ভবিষ্যত কী তা তিনি জানাননি। 

তার ভবিষ্যত যাই হোক না কেন দানি আলভেজের ঝুলিতে রয়েছে সবথেকে বেশি ট্রফি। আন্তর্জাতিক ও ক্লাবস্তর মিলিয়ে তিনি মোট ৪৩টা ট্রফি জিতেছেন। তার এই রেকর্ড কি ভাঙতে পারবেন লিওনেল মেসি? এবার এই নিয়ে মজার উত্তর দিলেন আলভেজ।

গত বছর পিএসজিতে যোগ দেন মেসি। যদিও যোগ দিয়ে দলকে বড় ট্রফি জেতাতে পারেননি, তবে সম্প্রতি তিনি ট্রফি ডেস চ্যাম্পিয়ন্স ফাইনালে দলকে জেতান। ফাইনালে ন্যান্টেসকে ৪-০ তে পরাস্ত করে পিএসজি। যেখানে বড় ভূমিকা নেন মেসি। 

এই ট্রফি জয়ের ফলে মেসির ক্যারিয়ারে মোট ট্রফির সংখ্যা হল ৪১, যার মধ্যে চারটে আন্তর্জাতিক। তারপরই বিভিন্ন মহল থেকে মন্তব্য ভেসে আসতে থাকে যে, মেসির এককালের সতীর্থ দানি আলভেজের ৪৩টা ট্রফি জয়ের রেকর্ড এবার ভেঙে দেবেন মেসি।

এই টুইট যুদ্ধের মধ্যে দানি আলভেজ একটি টুইটের উত্তরে লেখেন, “চিন্তার কিছু নেই। আমি মেসিকে এটা আরও একটা অ্যাসিস্ট করলাম।” বার্সেলোনার হয়ে আলভেজের ঝুলিয়ে রয়েছে ৬টি লা লিগা, ৩টি চ্যাম্পিয়ন্স লিগ এবং ৪টি কোপা ডেল রে। তিনি ৬টি ট্রফি জিতেছেন ব্রাজিলের জার্সিতে। 

দুইবার কোপা আমেরিকা, দুইবার কনফেডারেশন কাপ, এক বার অলিম্পিক্স স্বর্ণপদক ও একটি অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ। যেখানে মেসি জিতেছে ৪টি পদক। কোপা আমেরিকা, কনমেবল ইউয়েফা কাপ অফ চ্যাম্পিয়ন্স, অলিম্পিক্স, অনূর্ধ্ব ২০ বিশ্বকাপ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে